নিউমার্কেট থানা এলাকায় ‘হকার্স সমাবেশ’

4 hours ago 4

আসন্ন রমজান ও পবিত্র ইদুল ফিতর উপলক্ষে অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে নিউমার্কেট থানা এলাকায় হকার্স সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিউমার্কেট থানা পুলিশ আয়োজিত এ সমাবেশে হকারদের পাশাপাশি ব্যবসায়ীরাও অংশ নেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নিউমার্কেট থানা প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

নিউমার্কেট থানার পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তা-শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা, যানজট নিরসন, ছিনতাইকারী, চাঁদাবাজ, চোর, দস্যু, ডাকাত, মাদক ব্যবসায়ী আটক ও অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন এবং প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে নিউমার্কেট থানা এলাকায় হকার্স ও ব্যবসায়ীদের নিয়ে আইনশৃঙ্খলা উন্নয়নে এ সমাবেশের আয়োজন করা হয়। 

সমাবেশে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন উদ্দিন বলেন, যেখানেই অপরাধ, সেখানেই প্রতিরোধ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হকার-ব্যবসায়ীদের সহযোগিতা চান তিনি। 

Read Entire Article