নিউমার্কেট থানার অভিযানে পলাতক আসামি গ্রেপ্তার
রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে দস্যুতা ও ছিনতাই মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) নিউমার্কেট থানার ওসি মোহসীন উদ্দীন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (১৮ মার্চ) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির নাম মো. তানজিম (২৩)।
ওসি মোহসীন উদ্দীন বলেন, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই, নিউমার্কেট থানার ছিনতাই ও দস্যুতা মামলার আসামি তানজিম বলাকা সুপার মার্কেট এলাকায় অবস্থান করছে। এরপর নিউমার্কেট থানার এসআই মিজবাহ উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আজ গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।