নিকলীতে ৩ দিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় টানা তৃতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এ উপজেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর সূত্র নিশ্চিত করেছে, ৩ দিন ধরেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা নিকলী রেকর্ড করা হয়েছে। আরও অন্তত এক-দুদিন এই পরিস্থিতি বিরাজ করতে পারে বলেও আবহাওয়া অধিদপ্তর সূত্র নিশ্চিত করেছে। সরেজমিনে নিকলীর বিভিন্ন হাওর ও গ্রাম এলাকা ঘুরে দেখা গেছে, ৩ দিন শৈত্যপ্রবাহ না থাকলেও কনকনে ঠান্ডায় জবুথবু সাধারণ জনগণ। হাওরের সবজি চাষিরা বলেন, এই তাপমাত্রা দীর্ঘস্থায়ী হলে বেশকিছু ফুলদায়ক ফসলের মুকুল ঝরে যাবে। ঠান্ডাজনিত রোগবালাই দেখা দেবে। এমনকি কিছু কিছু ফসলের ক্ষেত্রে ফলনও কমে যাবে মারাত্মকভাবে।   নিকলী উপজেলার সিনিয়র অবজারভার আক্তার ফারুক বলেন, নিকলীতে দিনে শৈত্যপ্রবাহ প্রবাহমান অবস্থায় দেখা না গেলেও রাতে লক্ষ্যণীয়। এ ছাড়াও আশপাশের অঞ্চলগুলোতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে বলেই তাপমাত্রার এই পরিবর্তন। এ ছাড়াও নদী ও স্থলভাগের মাঝামাঝি বলেই আবহাওয়ার দ্রুত এই পরিবর্তন। গত ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর উত্তরবঙ্গের তুলনায়

নিকলীতে ৩ দিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় টানা তৃতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এ উপজেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর সূত্র নিশ্চিত করেছে, ৩ দিন ধরেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা নিকলী রেকর্ড করা হয়েছে। আরও অন্তত এক-দুদিন এই পরিস্থিতি বিরাজ করতে পারে বলেও আবহাওয়া অধিদপ্তর সূত্র নিশ্চিত করেছে। সরেজমিনে নিকলীর বিভিন্ন হাওর ও গ্রাম এলাকা ঘুরে দেখা গেছে, ৩ দিন শৈত্যপ্রবাহ না থাকলেও কনকনে ঠান্ডায় জবুথবু সাধারণ জনগণ। হাওরের সবজি চাষিরা বলেন, এই তাপমাত্রা দীর্ঘস্থায়ী হলে বেশকিছু ফুলদায়ক ফসলের মুকুল ঝরে যাবে। ঠান্ডাজনিত রোগবালাই দেখা দেবে। এমনকি কিছু কিছু ফসলের ক্ষেত্রে ফলনও কমে যাবে মারাত্মকভাবে।   নিকলী উপজেলার সিনিয়র অবজারভার আক্তার ফারুক বলেন, নিকলীতে দিনে শৈত্যপ্রবাহ প্রবাহমান অবস্থায় দেখা না গেলেও রাতে লক্ষ্যণীয়। এ ছাড়াও আশপাশের অঞ্চলগুলোতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে বলেই তাপমাত্রার এই পরিবর্তন। এ ছাড়াও নদী ও স্থলভাগের মাঝামাঝি বলেই আবহাওয়ার দ্রুত এই পরিবর্তন। গত ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর উত্তরবঙ্গের তুলনায় এমনকি সারা দেশের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রার বিষয়টি তিনি উল্লেখ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow