নিখোঁজ এর তিনদিন পর ব্রহ্মপুত্র নদ থেকে ভেসে উঠলো যুবকের লাশ
রৌমারীতে গোসল করতে নেমে নিখোঁজ সালমান শাহ (২৫) নামের এক যুবকের লাশ তিন দিন পর ভেসে উঠল ব্রহ্মপুত্রের চরে। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের অষ্টমীরচর এলাকার বড়চর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছে উপজেলার বন্দবেড় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. বিপ্লব হোসেন। এ ঘটনায় চরাঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে। নিহত সালমান রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। পরিবার ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, গত শুক্রবার জুম্মার নামাজে যাওয়ার জন্য গোসলের উদ্দেশ্যে নদীতে যায় সালমান শাহ। নদীতে ডুপ দেয়ার পর আর উঠে নাই ওই যুবক। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও উদ্ধার করতে পারেনি। ঘটনার খবর পেয়ে রৌমারী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করে ডুবুরি দল। স্থানীয় গিয়াস উদ্দিন জানান, তিন দিন পর নিখোঁজ যুবকের লাশ অন্তত ৪ কিলোমিটার ভাটিতে করাইল বৈশাল নামক স্থানে ভাসমান অবস্থায় সন্ধান পায় এবং স্বজনরা উদ্ধার করে নিয়ে আসে। রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছ
রৌমারীতে গোসল করতে নেমে নিখোঁজ সালমান শাহ (২৫) নামের এক যুবকের লাশ তিন দিন পর ভেসে উঠল ব্রহ্মপুত্রের চরে। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের অষ্টমীরচর এলাকার বড়চর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করেছে উপজেলার বন্দবেড় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. বিপ্লব হোসেন। এ ঘটনায় চরাঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে। নিহত সালমান রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। পরিবার ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, গত শুক্রবার জুম্মার নামাজে যাওয়ার জন্য গোসলের উদ্দেশ্যে নদীতে যায় সালমান শাহ। নদীতে ডুপ দেয়ার পর আর উঠে নাই ওই যুবক। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও উদ্ধার করতে পারেনি।
ঘটনার খবর পেয়ে রৌমারী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করে ডুবুরি দল। স্থানীয় গিয়াস উদ্দিন জানান, তিন দিন পর নিখোঁজ যুবকের লাশ অন্তত ৪ কিলোমিটার ভাটিতে করাইল বৈশাল নামক স্থানে ভাসমান অবস্থায় সন্ধান পায় এবং স্বজনরা উদ্ধার করে নিয়ে আসে। রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
What's Your Reaction?