নিখোঁজ কৃষকের লাশ ভেসে উঠল বিলে

3 months ago 51
পাবনার চাটমোহরে নিখোঁজের এক দিন পর বিলে ভেসে উঠেছে কৃষকের লাশ। উপজেলার দুবলিয়ার বিল থেকে গতকাল দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার ভোরে বিলে নিজের জমিতে কচুরিপানা পরিষ্কার করতে নেমে নিখোঁজ হয়েছিলেন তিনি। মৃতের নাম গোলজার হোসেন (৫০)। তিনি উপজেলার বোয়ালমারী পশ্চিমপাড়া গ্রামের আমিন উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বোয়ালমারী গ্রামের খলিসাগারি বিলে জমিতে কচুরিপানা পরিষ্কার করতে নামেন গোলজার। একপর্যায়ে তলিয়ে যান তিনি। গতকাল সকালে বিলের আরেক প্রান্তে লাশ ভেসে ওঠে। থানার ওসি মনজুরুল আলম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Read Entire Article