নিখোঁজের চার দিন পর ভেসে উঠল ভাই-বোনের মরদেহ

2 hours ago 5

মাদারীপুর সদর উপজেলায় কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজের তিন দিন পর ভেসে উঠলো ভাই-বোনের মরদেহ। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে শহরের তরমুগুরিয়া এলাকায় নদের থানতলি এলাকায় একজন ও বালুঘাট থেকে অন্যজনের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতরা হলো- বরিশাল জেলার গৌরনদী উপজেলার লিটন মাতুব্বরের মেয়ে কুলসুম আক্তার (১২) ও ছেলে মিরাজ মাতুব্বর (৭)। তারা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। এ ঘটনায় ওই পরিবারে চলছে শোকের মাতম। পুরো এলাকায় নেমে এসেছে নিস্তব্ধতা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের তরমুগরিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন লিটন মাতুব্বর ও মনোয়ারা বেগম দম্পতি। তাদের সংসারে তিন মেয়ে ও এক ছেলে। প্রতিদিনের মতো লিটন মাতুব্বর ভাঙারি কেনাবেচার কাজে বাইরে যান। মা কাজে ব্যস্ত ছিলেন। গত ৫ ফেব্রুয়ারি মাদ্রাসা থেকে এসেই পাশের কুমার নদীতে গোসলে যায় ভাই-বোন। দুপুর ১টার দিকে গোসল করতে নেমে দুই ভাই-বোন নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে বিকেল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের সন্ধান পায়নি ডুবুরি দল।

সবশেষ শনিবার সকালে কুমার নদের থানতলি এলাকায় মিরাজ মাতুব্বর এবং বোন কুলসুম আক্তারের মরদেহ কুমার নদের বালু ঘাটে ভেসে ওঠে। স্থানীয়রা লাশ দুটি উদ্ধার করে পুলিশকে খবর দেয়।

শিশুদের বাবা লিটন মাতুব্বর কান্না করতে করতে বলেন, আল্লাহ আমারে এ কোন শাস্তি দিল। আমি তো কোনো অন্যায় কাজ করি না। আমার দুই সন্তানকে কেন এভাবে কেড়ে নিল।

মাদারীপুর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ নেই। পরিবার যদি চায় তাহলে লাশের ময়নাতদন্ত করা হবে। অন্যথায় লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।

Read Entire Article