নিখোঁজের চারদিন পর আতিকের লাশ পেল পুলিশ

2 months ago 43

চাঁদপুরের কচুয়া উপজেলায় নিখোঁজের চারদিন পর হাত-পা বাঁধা অবস্থায় আতিক মজুমদার নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় কচুয়ার সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

নিহত আতিক মজুমদার বজুরীখোলা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন মজুমদারের ছেলে।

আতিকের চাচা বিল্লাল হোসেন বলেন, ঘোগড়ার বিলে নিখোঁজের চারদিন পর একটি মাছের প্রজেক্ট থেকে বাঁধা অবস্থায় আতিকের লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, স্থানীয়রা আমাদের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। এ বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি।

কচুয়া থানার ওসি এম. আব্দুল হালিম বলেন, লাশ উদ্ধারের পর পরই এ ঘটনায় মাছের প্রজেক্টের কর্মচারী রায়হানকে আটক করেছি। তার বাসা চান্দিনার মাধাইয়া এলাকাতে। রায়হান নামের ওই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Read Entire Article