নিখোঁজের পর হামীম গ্রুপের জিএমের মরদেহ উদ্ধার

11 hours ago 7

দুদিন নিখোঁজ থাকার পর রাজধানীর তুরাগের দিয়াবাড়ি থেকে হামীম গ্রুপের জেনারেল ম্যানেজার (জিএম) মো. আহসান উল্লাহর (৪৮) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে দিয়াবাড়ির ১৬ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের ১০ নম্বর প্লটের পাশের সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহের সুরতহাল রিপোর্টে তার মাথা, মুখ, হাতের আঙ্গুল ও পায়ে জখমের চিহ্ন পেয়েছে পুলিশ।

পুলিশের ধারণা, তাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। তিনি তুরাগের চন্ডালভোগ এলাকার মৃত মজিদ আহমেদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আহসান উল্লাহ ঢাকার সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় হামীম গ্রুপের একটি প্রতিষ্ঠানে জিএম হিসেবে কর্মরত ছিলেন।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাৎ খান বলেন, ২৩ মার্চ বিকেল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে তুরাগ থানায় একটি জিডি করা হয়। আহসান উল্লাহ তুরাগ থানাধীন এলাকাতেই পরিবার নিয়ে বসবাস করতেন।

তিনি বলেন, আজ দুপুরে খবর আসে দিয়াবাড়িতে রাস্তার পাশে একটি মরদেহ পড়ে আছে। পরে মরদেহ উদ্ধার করা হয়। খোঁজ নিয়ে ও সুরতহালকালে পরিবারের তথ্যে নিশ্চিত হওয়া গেছে যে, মরদেহটি নিখোঁজ থাকা আহসান উল্লার।

ওসি আরও বলেন, মরদেহটি অর্ধগলিত দেখা গেছে। শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তিনি হত্যার শিকার।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী অজ্ঞাতদের বিরুদ্ধে তুরাগ থানায় একটি হত্যা মামলা করেছেন।

টিট/জেডএইচ/

Read Entire Article