নিখোঁজের পাঁচদিন পর কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেফতার ২

3 months ago 10

ফরিদপুরে নিখোঁজের পাঁচ দিন পর মো. নিরব শেখ (১৭) নামে এক কিশোরের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) রাত সাড়ে ৯টার দিকে শহরের বায়তুল আমান আকাব্বর মোল্লা ডাঙ্গী হতে পুলিশ ওই কিশোরের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।

নিহত নিরব শেখ ২৬ নম্বর ওয়ার্ডের আকাব্বর মোল্লা ডাঙ্গীর রেজাউল শেখের ছেলে। সে পেশায় ইলেকট্রনিক মিস্ত্রি ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নদীর কোলের ডোবার কিনারায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে অনুসন্ধানে ঘটনার রহস্য বেরিয়ে আসে।

নিরবের বাবা রেজাউল শেখ জানান, পাঁচদিন আগে রোববার (২৫ মে) থেকে নিরব নিখোঁজ ছিল। কিছুদিন আগে তার ছেলে ১৪ হাজার টাকা দিয়ে একটি মোবাইল কেনে। ওই মোবাইলের লোভে তার ছেলেকে নিয়ে হত্যা করা হয়েছে। নিখোঁজের ঘটনায় গত মঙ্গলবার (২৭ মে) কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ বলেন, এ ঘটনায় মুকুল মল্লিক (২৫) ও অভি (২০) নামে দুজনকে ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে আটক করা হয়েছে। ঘটনার দিন মুকুলের রিকশায় নিরবকে ঘটনাস্থলে নিয়ে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে। আশা করছি ৭২ ঘণ্টার মধ্যে নিরবের মোবাইল ফোন উদ্ধারসহ জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হবো।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, নিরবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/এমএন/এএসএম

Read Entire Article