নিখোঁজের ২১ দিন পর ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার

গোপালগঞ্জ সদর উপজেলায় নিখোঁজের ২১ দিন পর মিজানুর মোল্লা নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার হরিদাসপুর ইউনিয়নের খাগাইল দক্ষিণ পাড়ার একটি কবরস্থান থেকে মাটিচাপা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, শহরের মৌলভীপাড়ার হারেজ মোল্লার ছেলে মিজানুর রহমান গত ৮ নভেম্বর রাত ৯টার দিকে নিজ বাসা থেকে একই এলাকার মাস্টার পাড়ার সাহেব মোল্লার ছেলে জাহিদ মোল্লা ডেকে নিয়ে যান। নিহত মিজানুর মোল্লার পরিবার বিভিন্ন আত্মীয়ের বাড়িতে খোঁজ নিয়ে না পেয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি ডায়েরি করেন। পরে মিজানুর মোল্লার স্ত্রী জামিলা ইসলাম বাদী হয়ে জাহিদ মোল্লাসহ ৫ জনের নামে ও অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে গত ১৭ নভেম্বর গোপালগঞ্জ আদালতে একটি মামলা করেন। বিজ্ঞ আদালত মামলাটি রুজু করার জন্য গোপালগঞ্জ সদর থানাকে নির্দেশ দেন। পরে গোপালগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে জাহিদ মোল্লাকে আটক করে। পরে আসামির স্বীকারোক্তিতে শনিবার বিকেলে উপজেলার হরিদাসপুর ইউনিয়নের খাগাইল দক্ষিণ পাড়ার একটি কবরস্থান থেকে মাটিচাপা অবস্থায় মিজানুর মোল্লার লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চি

নিখোঁজের ২১ দিন পর ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার
গোপালগঞ্জ সদর উপজেলায় নিখোঁজের ২১ দিন পর মিজানুর মোল্লা নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার হরিদাসপুর ইউনিয়নের খাগাইল দক্ষিণ পাড়ার একটি কবরস্থান থেকে মাটিচাপা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, শহরের মৌলভীপাড়ার হারেজ মোল্লার ছেলে মিজানুর রহমান গত ৮ নভেম্বর রাত ৯টার দিকে নিজ বাসা থেকে একই এলাকার মাস্টার পাড়ার সাহেব মোল্লার ছেলে জাহিদ মোল্লা ডেকে নিয়ে যান। নিহত মিজানুর মোল্লার পরিবার বিভিন্ন আত্মীয়ের বাড়িতে খোঁজ নিয়ে না পেয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি ডায়েরি করেন। পরে মিজানুর মোল্লার স্ত্রী জামিলা ইসলাম বাদী হয়ে জাহিদ মোল্লাসহ ৫ জনের নামে ও অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে গত ১৭ নভেম্বর গোপালগঞ্জ আদালতে একটি মামলা করেন। বিজ্ঞ আদালত মামলাটি রুজু করার জন্য গোপালগঞ্জ সদর থানাকে নির্দেশ দেন। পরে গোপালগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে জাহিদ মোল্লাকে আটক করে। পরে আসামির স্বীকারোক্তিতে শনিবার বিকেলে উপজেলার হরিদাসপুর ইউনিয়নের খাগাইল দক্ষিণ পাড়ার একটি কবরস্থান থেকে মাটিচাপা অবস্থায় মিজানুর মোল্লার লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম। তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow