নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিলল হৃদয়ের মরদেহ

নিখোঁজের তিন দিন পর ঢাকার ধামরাইয়ে একটি মৎস্য খামারের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে পৌরসভার ছোট চন্দ্রাইল এলাকার পুকুর থেকে হৃদয় হাসানের (২৪) মরদেহ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ। ধামরাই থানার সহকারী পুলিশ পরিদর্শক মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। হৃদয় সৈয়দপুর জেলার সদর থানার নিয়ামতপুর এলাকার মো. চান মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রডমিস্ত্রি ছিলেন। তিনি হৃদয় দীর্ঘ দশ বছর ধরে পরিবারসহ চন্দ্রাইল এলাকাতেই ভাড়া থাকতেন।  হৃদয়ের ভাই মনু মিয়া বলেন, আমার ভাই তিন দিন ধরে নিখোঁজ। যখন সকালে ভেসে থাকা লাশের খবর পাই তখন জিয়া সেখানে; কিন্তু লাশ ছিল পুকুরের মাঝে। পরে পুলিশ লাশ উদ্ধার করলে শনাক্ত করতে পারি, এটা আমার ভাইয়ের লাশ। স্থানীয়রা জানান, সকালে লাশ ভেসে থাকার খবরে এলাকার মানুষ জড়ো হয়। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ধামরাই থানার সহকারী পুলিশ পরিদর্শক মো. ফারুক হোসেন জানান, ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আমরা লাশ উদ্ধার করেছি। নিহতের স্বজনরা মরদেহের পরিচয় শনাক্ত করেছে। ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, স্থ

নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিলল হৃদয়ের মরদেহ

নিখোঁজের তিন দিন পর ঢাকার ধামরাইয়ে একটি মৎস্য খামারের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে পৌরসভার ছোট চন্দ্রাইল এলাকার পুকুর থেকে হৃদয় হাসানের (২৪) মরদেহ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ।

ধামরাই থানার সহকারী পুলিশ পরিদর্শক মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

হৃদয় সৈয়দপুর জেলার সদর থানার নিয়ামতপুর এলাকার মো. চান মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রডমিস্ত্রি ছিলেন। তিনি হৃদয় দীর্ঘ দশ বছর ধরে পরিবারসহ চন্দ্রাইল এলাকাতেই ভাড়া থাকতেন। 

হৃদয়ের ভাই মনু মিয়া বলেন, আমার ভাই তিন দিন ধরে নিখোঁজ। যখন সকালে ভেসে থাকা লাশের খবর পাই তখন জিয়া সেখানে; কিন্তু লাশ ছিল পুকুরের মাঝে। পরে পুলিশ লাশ উদ্ধার করলে শনাক্ত করতে পারি, এটা আমার ভাইয়ের লাশ।

স্থানীয়রা জানান, সকালে লাশ ভেসে থাকার খবরে এলাকার মানুষ জড়ো হয়। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ধামরাই থানার সহকারী পুলিশ পরিদর্শক মো. ফারুক হোসেন জানান, ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আমরা লাশ উদ্ধার করেছি। নিহতের স্বজনরা মরদেহের পরিচয় শনাক্ত করেছে।

ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow