নিখোঁজের ৩ দিন পর মিলল তুষারের লাশ
কক্সবাজারের রামুর বাঁকখালী নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী এলাকার বাঁকখালী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকালে নদীর তীরের সবজি ক্ষেতে লোকজন কাজ করতে গেলে নদীর মোহনায় লাশটি দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এদিকে লাশের সঙ্গে উদ্ধার হওয়া ২টি মোবাইল ফোনের সিম পর্যালোচনা করে লাশের প্রাথমিক পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত যুবকের নাম মিনহাজ উদ্দিন তুষার (৩৫)। তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের বাসিন্দা ছৈয়দ নুরের ছেলে। নিহত যুবক মিনহাজ উদ্দিন তুষার তিন দিন ধরে নিখোঁজ ছিল জানিয়ে রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ বলেন, সকালে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। লাশের সঙ্গে থাকা দুটি মোবাইল ফোনের সিম কার্ড পর্যালোচনা করে আমরা লাশের পরিচয় শনাক্ত করেছি। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
কক্সবাজারের রামুর বাঁকখালী নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী এলাকার বাঁকখালী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে নদীর তীরের সবজি ক্ষেতে লোকজন কাজ করতে গেলে নদীর মোহনায় লাশটি দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এদিকে লাশের সঙ্গে উদ্ধার হওয়া ২টি মোবাইল ফোনের সিম পর্যালোচনা করে লাশের প্রাথমিক পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত যুবকের নাম মিনহাজ উদ্দিন তুষার (৩৫)। তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের বাসিন্দা ছৈয়দ নুরের ছেলে।
নিহত যুবক মিনহাজ উদ্দিন তুষার তিন দিন ধরে নিখোঁজ ছিল জানিয়ে রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ বলেন, সকালে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। লাশের সঙ্গে থাকা দুটি মোবাইল ফোনের সিম কার্ড পর্যালোচনা করে আমরা লাশের পরিচয় শনাক্ত করেছি। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
What's Your Reaction?