নিজাম হাজারীর ব্যক্তিগত সহকারী মানিক ৬ দিনের রিমান্ডে

1 month ago 28

ফেনীর মহিপালে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনায় করা মামলায় সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারীর ব্যক্তিগত সহকারী ফরিদ প্রকাশকে (পিএস মানিক) ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সামসাদ বেগমের আদালতে তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মহিপালে আন্দোলনকারী শিক্ষার্থী ওয়াকিল আহমেদ শিহাব হত্যা মামলায় এ রিমান্ডের আদেশ দেওয়া হয়।

এরআগে নিহত শিহাবের মা মাহফুজা আক্তার বাদী হয়ে ফেনী মডেল থানায় ফেনীর সাবেক এমপি নিজাম হাজারী, মাসুদ উদ্দিন চৌধুরী, আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিমসহ ১৫১ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় আরও ১০০-১৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়। এই মামলায় ফরিদ উদ্দিন ওরফে পিএস মানিক ৩৭ নম্বর আসামি।

পুলিশ জানায়, গত ১২ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর থেকে পিএস মানিককে গ্রেফতার করা হয়।

ফেনী জজ কোর্টের আইনজীবী মেজবাহ উদ্দিন বলেন, পিএস মানিক ৪ আগস্ট মহিপালে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি করেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আবদুল্লাহ আল-মামুন/এসআর

 

Read Entire Article