নিজেদের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করল ইসরায়েল

3 months ago 91
ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতে নিজেদের সেনাদলে আহত হওয়ার কথা প্রকাশ্যে স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শনিবার (১৪ জুন) দেশটির সেনাবাহিনীর দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে যে, মধ্য ইসরায়েলে গভীর রাতে এই হামলা হয়, যা ছিল তাদের ওপর ইরানের পাল্টা আক্রমণের অংশ। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলোর আঘাতে অন্তত ৭ সেনা আহত হন। তাদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসার পর সবাইকে হাসপাতাল থেকে ছাড়াও দেওয়া হয়েছে। গত দুই দিন ধরে চলা উত্তেজনার মধ্যে এই প্রথমবারের মতো ইসরায়েল তাদের সেনাদলে হতাহতের কথা প্রকাশ্যে স্বীকার করল। এর আগে উভয়পক্ষই একে অপরকে হুমকির মধ্যেই ছিল, কিন্তু সামরিক সদস্যদের আহত হওয়ার তথ্য প্রকাশিত হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, এ ঘটনা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ঝুঁকিতে নতুনমাত্রা যুক্ত করেছে এবং যে কোনো মুহূর্তে তা আরও বিস্তার লাভ করতে পারে। এর আগে শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় ভোররাতে ইরানে হামলা চালায় ইসরায়েল। জবাবে পাল্টা হামলা চালায় ইরান- যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও অস্থিরতা আরও ঘন এবং গভীর করেছে।
Read Entire Article