নিজের বিয়ে নিয়ে বিভ্রান্তি কাটালেন তানজিদ তামিম

3 hours ago 1

বাংলাদেশ দলের তরুণ ওপেনার তানজিদ তামিমকে ঘিরে আজ হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বাগদানের গুঞ্জন। দুপুরে তার নামে খোলা একটি অনভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে পোস্ট আসতেই খবরটি আগুনের মতো ছড়িয়ে যায়। কয়েকটি সংবাদমাধ্যমও উদ্ধৃতি দিয়ে খবর প্রকাশ করায় বিভ্রান্তি আরও বাড়ে।

তবে বিকেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দ্বিতীয় মাঠে অনুশীলনের পথে সাংবাদিকরা বিষয়টি নিয়ে অভিনন্দন জানালে হেসে ওঠেন তানজিদ। সোজাসাপ্টা জবাব, ‘আরে ভাই, এক বছর আগেই বিয়ে করছি।’ এ কথার সঙ্গে সঙ্গে চারপাশে হাসির রোল পড়ে যায়।

পাশে থাকা শান্ত মজাও করলেন, ‘এক বছর আগে করছ, দেখাইছ এক বছর পর—এটা আবার কীভাবে হয়?’ হাঁটতে হাঁটতে জাকের আলীও রসিকতায় শামিল হয়ে পুরো পরিবেশটা আরও প্রাণবন্ত করে তোলেন।

আসলে এই খুনসুটি বাংলাদেশের ড্রেসিংরুমের বর্তমান আবহই ফুটিয়ে তোলে। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টানা টি–টোয়েন্টি সিরিজ জয়ের পর দল এখন দারুণ ছন্দে। খেলোয়াড়দের আত্মবিশ্বাসও চূড়ায়। সামনে নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে তিন ম্যাচের সিরিজই হবে এশিয়া কাপের আগে শেষ প্রস্তুতি মঞ্চ। তাই মাঠের লড়াইয়ের পাশাপাশি দলের ভেতরে এমন হাসি-ঠাট্টা আরও স্পষ্ট করছে—বাংলাদেশ দল এখন একদম স্বচ্ছন্দ, উজ্জীবিত আর আত্মবিশ্বাসী।

Read Entire Article