নিজেরাই রান্না করে খেলেন আফগান ক্রিকেটাররা

3 months ago 26

বার্বাডোজের কেনসিংটন ওভালে ভারতের বিপক্ষে ৪৭ রানে হেরে সুপার এইট পর্ব শুরু করেছে আফগানিস্তান। ম্যাচ হারের হতাশা নিয়ে খাবারের জন্য হোটেলে গিয়েও দারুণ এক সমস্যায় পড়লেন ক্রিকেটাররা।

আফগান ক্রিকেটারদের সবাই মুসলিম ধর্মে বিশ্বাসী। কিন্তু বার্বাডোজের সেই হোটেলের মেন্যুতে ধর্মীয়ভাবে বৈধ (হালাল) কোনো মাংস পেল না রশিদ খানের দল। যে কারণে বাধ্য হয়েই নিজেদের গায়ে বাবুর্চির পোশাক জড়িয়ে নিলেন তারা। রান্নার দক্ষতা দেখিয়ে নিজেরাই পছন্দসই খাবার প্রস্তুত করেন।

ক্যারিবিয়ান অঞ্চলে যে ইসলাম ধর্মে অনুমোদিত খাবার পাওয়া যায় না, বিষয়টি মোটেও এমন নয়। কিন্তু ওই হোটেলে কোনো কারণে হয়তো হালাল মাংস পাননি আফগানিস্তানের ক্রিকেটাররা।

বিষয়টি জানিয়ে এক আফগান ক্রিকেটার প্রেস ট্রাস্ট ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, ‘আমাদের হোটেলে হালাল মাংস পাওয়া যায় না। কখনও আমরা নিজেরাই রান্না করি বা কখনও বাইরে যাই। ভারতে গত বিশ্বকাপে সবকিছুই নিখুঁত ছিল। হালাল গরুর মাংস এখানে একটি বিষয়। আমাদের সেন্ট লুসিয়াতে এটি ছিল। কিন্তু এটি সব জায়গায় নেই। একজন বন্ধু আমাদের জন্য এটির ব্যবস্থা করেছে এবং আমরা নিজেরাই রান্না করেছি।’

 

এমএইচ/

Read Entire Article