নিপার জন্য অঝোরে কাঁদছেন মা

শান্ত, স্নিগ্ধ মুখ, গভীর চোখের এক তরুণী নিপা। বয়স মাত্র পঁচিশ। স্বপ্ন দেখা আর ভবিষ্যৎ সাজানোর দুর্দান্ত এই সময়ে নিপার ভাগ্যে ঘটেছে উল্টো ঘটনা। মৃত্যুর কাছে সে পরাজিত হতে বসেছে। জীবন-মৃত্যুর সীমানায় শুয়ে আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে ১৪ নম্বর বেডে। নিপার মাথায় ধরা পড়েছে জটিল ব্রেন টিউমার। চিকিৎসকরা জরুরি ভিত্তিতে অপারেশন করতে বলছেন। যেখানে খরচ লাগবে ৭ থেকে ১০ লাখ টাকা। আর এই টাকার কাছেই হার মানছে এক পরিবারের সব আশা।  নিপার বাবা নেই বহু বছর। মেয়ে বারবার বলছে, ‘মা, আমি একটু বাঁচতে চাই... তোমার পাশে দাঁড়াতে চাই।’ কর্মহীন একা মা, মেয়েকে বাঁচাতে বড্ড অসহায়। তাই অঝোরে কাঁদছেন।  নিপার এই ‘একটু বাঁচার জন্যও প্রয়োজন সবার ছোট্ট হাত বাড়িয়ে দেওয়া। এক মেয়ের জীবন আর অসহায় মায়ের আর্তনাদ থামানোর আগে কারো সামান্য সহায়তাও হতে পারে নিপার জীবনের শেষ আলো। সহায়তার জন্য যোগাযোগ : নিলুফা ইয়াসমিন, ঠনঠনিয়া, বগুড়া সদর।  বিকাশ নম্বর : ০১৩২৫-৫৫৮ ৮৬১। ইসলামী ব্যাংক, বগুড়া শাখার হিসাব নম্বর : ২০৫০১১২০২০৬২৯৫১১৫।

নিপার জন্য অঝোরে কাঁদছেন মা
শান্ত, স্নিগ্ধ মুখ, গভীর চোখের এক তরুণী নিপা। বয়স মাত্র পঁচিশ। স্বপ্ন দেখা আর ভবিষ্যৎ সাজানোর দুর্দান্ত এই সময়ে নিপার ভাগ্যে ঘটেছে উল্টো ঘটনা। মৃত্যুর কাছে সে পরাজিত হতে বসেছে। জীবন-মৃত্যুর সীমানায় শুয়ে আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে ১৪ নম্বর বেডে। নিপার মাথায় ধরা পড়েছে জটিল ব্রেন টিউমার। চিকিৎসকরা জরুরি ভিত্তিতে অপারেশন করতে বলছেন। যেখানে খরচ লাগবে ৭ থেকে ১০ লাখ টাকা। আর এই টাকার কাছেই হার মানছে এক পরিবারের সব আশা।  নিপার বাবা নেই বহু বছর। মেয়ে বারবার বলছে, ‘মা, আমি একটু বাঁচতে চাই... তোমার পাশে দাঁড়াতে চাই।’ কর্মহীন একা মা, মেয়েকে বাঁচাতে বড্ড অসহায়। তাই অঝোরে কাঁদছেন।  নিপার এই ‘একটু বাঁচার জন্যও প্রয়োজন সবার ছোট্ট হাত বাড়িয়ে দেওয়া। এক মেয়ের জীবন আর অসহায় মায়ের আর্তনাদ থামানোর আগে কারো সামান্য সহায়তাও হতে পারে নিপার জীবনের শেষ আলো। সহায়তার জন্য যোগাযোগ : নিলুফা ইয়াসমিন, ঠনঠনিয়া, বগুড়া সদর।  বিকাশ নম্বর : ০১৩২৫-৫৫৮ ৮৬১। ইসলামী ব্যাংক, বগুড়া শাখার হিসাব নম্বর : ২০৫০১১২০২০৬২৯৫১১৫।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow