‎নিবন্ধনের দাবিতে ১৫ দলিয় মানবতার জোটের মানববন্ধন

নির্বাচন কমিশনে আবেদন করা অনিবন্ধিত রাজনৈতিক দল গুলিকে নিবন্ধন দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ১৫ দলীয় মানবতার জোট। মানবতার জোটের আহবায়ক ও ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ এনসিবি’র চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর এর সভাপতিত্বে এবং জোটের সদস্য সচিব সাবাস বাংলাদেশ পার্টির চেয়ারম্যান নিউটন অধিকারীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে জোটের নেতৃবৃন্দ দাবি করেন যে, ফ্যাসিবাদের কবলে পরে বিগত তিনটি জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচনগুলিতে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। দলগুলো রাজনৈতিক কর্মকাণ্ডও স্বাধীনভাবে পরিচালনা করতে পারেনি। অনিবন্ধিত দলগুলোর জনপ্রিয়তা যাচাই করা প্রয়োজন। এছাড়াও নতুন এই দলগুলোতেও ক্লিন ইমেজের যথেষ্ট পরিমাণ ব্যক্তিবর্গ আছেন, যারা রাজনীতিতে আসলে দেশের কল্যাণ হবে। বর্তমানে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে। তাই নিবন্ধন প্রক্রিয়া সহজ করে বিশেষ বিধান জারীর মাধ্যমে বিগত দিনে নিবন্ধনের জন্য আবেদনকৃত দল গুলোর মধ্যে যাদের গঠনতন্ত্র, কেন্দ্রীয় কমিটি, ব্যাংক একাউন্ট এবং কেন্দ্রীয় অফিস রয়েছে। এমন রাজনৈতি

‎নিবন্ধনের দাবিতে ১৫ দলিয় মানবতার জোটের মানববন্ধন

নির্বাচন কমিশনে আবেদন করা অনিবন্ধিত রাজনৈতিক দল গুলিকে নিবন্ধন দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ১৫ দলীয় মানবতার জোট।

মানবতার জোটের আহবায়ক ও ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ এনসিবি’র চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর এর সভাপতিত্বে এবং জোটের সদস্য সচিব সাবাস বাংলাদেশ পার্টির চেয়ারম্যান নিউটন অধিকারীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে জোটের নেতৃবৃন্দ দাবি করেন যে, ফ্যাসিবাদের কবলে পরে বিগত তিনটি জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচনগুলিতে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। দলগুলো রাজনৈতিক কর্মকাণ্ডও স্বাধীনভাবে পরিচালনা করতে পারেনি। অনিবন্ধিত দলগুলোর জনপ্রিয়তা যাচাই করা প্রয়োজন।

এছাড়াও নতুন এই দলগুলোতেও ক্লিন ইমেজের যথেষ্ট পরিমাণ ব্যক্তিবর্গ আছেন, যারা রাজনীতিতে আসলে দেশের কল্যাণ হবে। বর্তমানে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে। তাই নিবন্ধন প্রক্রিয়া সহজ করে বিশেষ বিধান জারীর মাধ্যমে বিগত দিনে নিবন্ধনের জন্য আবেদনকৃত দল গুলোর মধ্যে যাদের গঠনতন্ত্র, কেন্দ্রীয় কমিটি, ব্যাংক একাউন্ট এবং কেন্দ্রীয় অফিস রয়েছে। এমন রাজনৈতিক দল গুলিকে নিবন্ধন দিয়ে নিজ নিজ দলীয় প্রতীকে জাতীয় নির্বাচনে অংশগ্রহনের সুযোগ দিতে প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশনের প্রতি জোরালো আহবান জানিয়েছেন মানবতার জোটের নেতৃবৃন্দ।

আইনের সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ২৪’র অভ্যত্থানের সম্মুখসারীর নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর উপর হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান জোটের নেতৃবৃন্দ।

‎নেতৃবৃন্দ আরো বলেন নির্বাচন প্রক্রিয়া কঠিন হলে কুচক্রী মহল দেশে বিশৃঙ্খলা ও নানা ষড়যন্ত্রের সুযোগ খুজে। তাই বৈষম্য বিরোধী আন্দোলনকে স্বার্থক করতে অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সংসদ নির্বাচনে জামানতের ফি দশ হাজার টাকা করা এবং সতন্ত্র প্রার্থীদের জন্য নির্দিষ্ট সংখ্যক ভোটারের স্বাক্ষর ও সমর্থনের কালো বিধান বাতিল করে দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের মতো শুধুমাত্র প্রস্তাবক ও সমর্থনকারীদের মাধ্যমে মনোনয়ন নিশ্চিত করে নির্বাচনের সুযোগ দিতে সরকারের প্রতি আহবান জানিয়েছে মানবতার জোট।

‎বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ পার্টির চেয়ারম্যান এম মামুন রাজ, মানবতার জোটের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, মোঃ ফারুক মিয়া, প্রফেসর সুবোধ বিশ্বাস, ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ এনসিপি’র মহাসচিব ইকবাল হাসান স্বপন, বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট সুমন কুমার রায় এবং জাতীয়তাবাদী ন্যায় বিচারের দলের সভাপতি মোঃ নাছির উদ্দিন, বাংলাদেশ ন্যায় বিচার পার্টির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন লিটন, সমতা পার্টির চেয়ারম্যান বিজ্ঞানী শামছুল হক, বাংলাদেশ জনতা সংস্কৃতি ফ্রন্টের চেয়ারম্যান বাদশাহ উদ্দিন মিন্টু, এনসিবি’র কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন বাবুল, সাবাস বাংলাদেশ পার্টির মহাসচিব প্রকাশ দেবনাথ, বাংলাদেশ নিরাপদ পার্টির মহাসচিব সাজেদুল ইসলাম প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow