একটি গণতান্ত্রিক দেশের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হইল আইনের শাসন। আইনের শাসনের প্রতিষ্ঠা ছাড়া কোনো দেশ সুশৃঙ্খল ও সভ্য হইতে পারে না। উন্নয়নশীল দেশসমূহে আইনের শাসনের যেমন অভাব রহিয়াছে, তেমনি নাগরিক অধিকার ও কল্যাণের সহিত সম্পর্কিত পর্যাপ্ত আইনের দৈন্যও বিদ্যমান। এই সকল দেশে ঔপনিবেশিক আইনের প্রভাব আজও বহুলাংশে রহিয়া গিয়াছে। এতৎসত্ত্বেও এই সকল দেশে অনেক ভালো ও ইতিবাচক আইনও রহিয়াছে; কিন্তু আইনের... বিস্তারিত