এ জেগে উঠি, দেশের অভ্যন্তরে নিরাপত্তা প্রতিদিন এক অজানা আতঙে ঘুম থেকে কখন বিঘ্ন হয়, কে জানে। চেষ্টা করি সব চিন্তার কালো দূর করতে, কিন্তু আবারও তা ঘিরে ধরে। কেন এমন হচ্ছে? গত বছর ৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনে জনমনে যে আনন্দ বিকশিত হয়েছিল, কিছু মাসের দূরত্বেই সেই স্থানন্দানুভুতি অনেকটাই উবে গেছে। সেখানে নানা দুর্ভাবনা এবং তার সঙ্গে এসে যুক্ত হয়েছে ক্রমাগতভাবে সেনাবাহিনীকে হেয়া করার আত্মঘাতী... বিস্তারিত