নিরাপদ অভিবাসনে আইওএমের অনুদান

2 hours ago 4

নিরাপদ অভিবাসন ও অভিবাসন বিষয়ে সচেতনতা প্রচার করার লক্ষ্যে বাংলাদেশকে ২৯ লাখ ৭০ হাজার ২৯৭ ইউরো অনুদান দিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। বাংলাদেশি মুদ্রায় (এক ইউরো সমান ১৩০ টাকা ৪২ পয়সা ধরে) যা পরিমাণ ৩৮ কোটি ৭৩ লাখ ৮৬ হাজার ১৩৪ টাকা।

মঙ্গলবার (৫ নভেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) বাংলাদেশ সরকার ও আইওএমের মধ্যে চুক্তি সই হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ও আইওএমের ভারপ্রাপ্ত প্রধান মিশন ফাতিমা নুসরাথ গাজ্জালী চুক্তিতে সই করেন। ইআরডির ইউএন উইং এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিরা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‘বাংলাদেশে অনিয়মিত অভিবাসন এবং প্রত্যাবাসনকারীদের সহায়তা’ শীর্ষক চুক্তিটি প্রবাসী মন্ত্রণালয়ের দুই বছর মেয়াদি প্রকল্প বাস্তবায়নে অবদান রাখবে।

প্রকল্পের উদ্দেশ্য হলো অভিবাসন ক্ষেত্রে সর্বসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানো। অনিয়মিত অভিবাসনের বিকল্প মাধ্যম হিসেবে বাংলাদেশে নিরাপদ অভিবাসন পথগুলোকে শক্তিশালী করতে অবদান রাখবে প্রকল্পটি। আইওএম প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছে। মানবিক ও সুশৃঙ্খল অভিবাসন প্রচারকারী নেতৃস্থানীয় আন্তঃসরকারি সংস্থা হিসেবে আইওএম মানবিক সহায়তা এবং টেকসই উন্নয়নে সহায়তা করে আসছে।

এমওএস/এমএএইচ/জেআইএম

Read Entire Article