নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়াই বিএনপির অঙ্গীকার : সেলিমুজ্জামান
গোপালগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং একটি নিরাপদ, মাদকমুক্ত সমাজ গড়াই বিএনপির নির্বাচনী অঙ্গীকার। জনগণের রায়ে নির্বাচিত সরকার ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউপি কার্যালয়ের সামনে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেলিমুজ্জামান সেলিম বলেন, আমি এমপি হতে নয়, মানুষের প্রতিনিধি হতে চাই। ভোটের অধিকার প্রতিষ্ঠা হলেই মুকসুদপুর-কাশিয়ানির প্রকৃত উন্নয়ন শুরু হবে। ক্ষমতাহীন মানুষের কণ্ঠস্বর ফিরিয়ে দেওয়াই আমার রাজনীতির মূল লক্ষ্য। তিনি আরও বলেন, মাদক আজ পুরো সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। তরুণ প্রজন্ম ধ্বংস হলে দেশ এগোবে না। নির্বাচিত জনপ্রতিনিধির জবাবদিহিতা নিশ্চিত করা গেলে মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। তাই মাদকমুক্ত মুকসুদপুর গড়তে জনগণের সর
গোপালগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং একটি নিরাপদ, মাদকমুক্ত সমাজ গড়াই বিএনপির নির্বাচনী অঙ্গীকার। জনগণের রায়ে নির্বাচিত সরকার ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউপি কার্যালয়ের সামনে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিমুজ্জামান সেলিম বলেন, আমি এমপি হতে নয়, মানুষের প্রতিনিধি হতে চাই। ভোটের অধিকার প্রতিষ্ঠা হলেই মুকসুদপুর-কাশিয়ানির প্রকৃত উন্নয়ন শুরু হবে। ক্ষমতাহীন মানুষের কণ্ঠস্বর ফিরিয়ে দেওয়াই আমার রাজনীতির মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, মাদক আজ পুরো সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। তরুণ প্রজন্ম ধ্বংস হলে দেশ এগোবে না। নির্বাচিত জনপ্রতিনিধির জবাবদিহিতা নিশ্চিত করা গেলে মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। তাই মাদকমুক্ত মুকসুদপুর গড়তে জনগণের সরাসরি অংশগ্রহণ প্রয়োজন।
সেলিমুজ্জামান সেলিম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র, নির্বাচন ও জনগণের অধিকারের প্রশ্নে কখনো আপস করেননি। তার নেতৃত্বেই দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত হয়েছিল। সেই গণতান্ত্রিক ধারাই আবার ফিরিয়ে আনতে বিএনপি প্রস্তুত।
তিনি আরও বলেন, এই নির্বাচন শুধু একজন প্রার্থী নির্বাচনের নয়, এটি ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াই। ধানের শীষের পক্ষে ভোট মানে হলো গণতন্ত্র, উন্নয়ন ও নিরাপদ সমাজের পক্ষে ভোট।
দোয়া মাহফিলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান ওবায়দুর ইসলাম, দীগনগর ইউপির সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম লিটু, উপজেলা বিএনপির সহসভাপতি রবিউল ইসলাম, শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান মুন্সী, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, যুবদল কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী, ব্যারিস্টার সানজিদ হোসেন কৌশিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
What's Your Reaction?