নিরাপদ খাদ্য পরিবহনে আরএফএল-এর কার্গো বক্স

4 months ago 42

বছর ঘুরে আবারো সন্নিকটে কোরবানির ঈদ। মনের পশু কোরবানির মাধ্যমে এই উৎসবে হয় আত্মশুদ্ধির উদযাপন। আত্মীয়, প্রতিবেশী ও সুবিধাবঞ্চিতদের মাঝে মাংস বণ্টন কোরবানির অন্যতম প্রধান কাজ।

ধর্মীয় ও ঐতিহ্যগতভাবে কোরবানির দিনে আমরা সাধারণত আত্মীয়-স্বজনের বাসায় কিংবা বিভিন্ন মাদরাসা বা এতিমখানায় মাংস পাঠিয়ে থাকি। অনেক ক্ষেত্রেই নিরাপদে মাংস পরিবহন ও পৌঁছানো একটি চিন্তার বিষয় হয়ে থাকে। মাংস পরিবহনের ক্ষেত্রে আমাদের দেশে সাধারণত পলিব্যাগসহ বিভিন্ন ধরনের নিম্নমানের ব্যাগ বহুলভাবে ব্যবহৃত হতে দেখা যায়। এগুলোর অধিকাংশই স্বাস্থ্যসম্মত নয় কিংবা বহনের ক্ষেত্রেও নিরাপদ নয়।

আধুনিক যুগে মানুষের জীবনযাপনের সাথে সাথে চাহিদায়ও এসেছে ব্যাপক পরিবর্তন। বেশি পরিমাণে কাঁচা মাংস পরিবহনের ক্ষেত্রে মানুষ পলিব্যাগ ছেড়ে টেকসই ও ফুডগ্রেড ম্যাটেরিয়ালে তৈরি কার্গো বক্সের দিকে ঝুঁকছে। অধিক ভারবহনের ক্ষমতা, বহনের সুবিধা ও নিরাপত্তার কথা বিবেচনা করলে কার্গো বক্স অত্যন্ত যুগোপযোগী সমাধান।

বাজারের বড় সাইজের স্টোরেজ বক্সের মধ্যে মানের দৌড়ে সবচেয়ে এগিয়ে আরএফএল কার্গো বক্স। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি আরএফএল কার্গো বক্স অত্যন্ত টেকসই ও মজবুত। আরএফএল কার্গো বক্স ৮ লিটার থেকে শুরু করে ১২০ লিটার পর্যন্ত বিভিন্ন সাইজে পাওয়া যায়।

আর দামও হাতের নাগালেই। প্রয়োজনমতো পাওয়া যাবে আরএফএল এক্সক্লুসিভ শোরুম অথবা বেস্ট বাই-এর শোরুমগুলোতে। ১০০ শতাংশ ফুড গ্রেড হওয়ায় যেকোনো খাদ্যপণ্য বহনের ক্ষেত্রে আরএফএল কার্গো বক্স আপনাকে সাপোর্ট দেবে নিশ্চিন্তে।

এমআরএম/এমএস

Read Entire Article