নির্বাচন ও গণভোট প্রচারণা সফল করতে ময়মনসিংহে মতবিনিময় সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এবং গণভোট প্রচারণা কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ জানুয়ারি/২৬) ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সহকারী রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারগণ এবং জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ সভায় অংশগ্রহণ করেন। সভায় জানানো হয়,আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সংসদ সদস্য (এমপি) নির্বাচনের পাশাপাশি জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে গণভোটের মাধ্যমে জনগণকে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট প্রদানের সুযোগ রাখা হয়েছে। গণভোট সম্পর্কে তৃণমূল পর্যায়ে জনগণকে অবহিত করতে এবং ব্যাপক প্রচারের লক্ষ্যে মাঠপর্যা

নির্বাচন ও গণভোট প্রচারণা সফল করতে ময়মনসিংহে মতবিনিময় সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এবং গণভোট প্রচারণা কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ জানুয়ারি/২৬) ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সহকারী রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারগণ এবং জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ সভায় অংশগ্রহণ করেন। সভায় জানানো হয়,আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সংসদ সদস্য (এমপি) নির্বাচনের পাশাপাশি জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে গণভোটের মাধ্যমে জনগণকে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট প্রদানের সুযোগ রাখা হয়েছে।

গণভোট সম্পর্কে তৃণমূল পর্যায়ে জনগণকে অবহিত করতে এবং ব্যাপক প্রচারের লক্ষ্যে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট সকল দপ্তর সমন্বিতভাবে কাজ করছে বলে সভায় উল্লেখ করা হয়। এ লক্ষ্যে জনসংযোগ কার্যক্রম, উঠান বৈঠক, মহিলা সমাবেশ, কমিউনিটি সভা, মতবিনিময় সভা, সেমিনার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার জোরদার করার নির্দেশনা প্রদান করা হয়। সভায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, গণভোট প্রচারণা কার্যক্রম ত্বরান্বিত করা এবং তৃণমূল পর্যায়ে নিরবচ্ছিন্ন সমন্বয় নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তারা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশ গ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow