নির্বাচন ছাড়া গণতন্ত্র ফেরানো যাবে না : আমান

পুরোপুরি গণতন্ত্রে ফিরে আসার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই— এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, ডাকসুর সাবেক ভিপি ও সাবেক সংসদ সদস্য আমান উল্লাহ আমান। রোববার (৩০ নভেম্বর) বিকেলে ঢাকার সাভারের মুশুরিখোলা এলাকায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় আমান উল্লাহ আমান বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্বাচনের কোনো বিকল্প থাকতে পারে না। জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে, ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। সারা দেশের মানুষ এখন নির্বাচনের জন্য প্রস্তুত এবং ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণাকে সামনে রেখে জনগণের মধ্যে কোনো শঙ্কা নেই। বিএনপির এ নেতার ভাষ্য— বিগত সময়ে বেগম খালেদা জিয়ার ওপর নির্যাতন চালানো হয়েছে, মিথ্যা মামলায় কারাবন্দি করে ‘স্লো পয়েজনিং’-এর মাধ্যমে তাকে অসুস্থ করা হয়েছে। তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম দেশের গণতন্ত্রের জন্য ছিল উল্লেখযোগ্য অবদান। এ সময় দেশবাসীর প্রতি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়ার আহ্বান জানান সাবেক এ মন্ত্রী। সাথে সাভ

নির্বাচন ছাড়া গণতন্ত্র ফেরানো যাবে না : আমান

পুরোপুরি গণতন্ত্রে ফিরে আসার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই— এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, ডাকসুর সাবেক ভিপি ও সাবেক সংসদ সদস্য আমান উল্লাহ আমান।

রোববার (৩০ নভেম্বর) বিকেলে ঢাকার সাভারের মুশুরিখোলা এলাকায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় আমান উল্লাহ আমান বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্বাচনের কোনো বিকল্প থাকতে পারে না। জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে, ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। সারা দেশের মানুষ এখন নির্বাচনের জন্য প্রস্তুত এবং ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণাকে সামনে রেখে জনগণের মধ্যে কোনো শঙ্কা নেই।

বিএনপির এ নেতার ভাষ্য— বিগত সময়ে বেগম খালেদা জিয়ার ওপর নির্যাতন চালানো হয়েছে, মিথ্যা মামলায় কারাবন্দি করে ‘স্লো পয়েজনিং’-এর মাধ্যমে তাকে অসুস্থ করা হয়েছে। তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম দেশের গণতন্ত্রের জন্য ছিল উল্লেখযোগ্য অবদান।

এ সময় দেশবাসীর প্রতি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়ার আহ্বান জানান সাবেক এ মন্ত্রী। সাথে সাভারের বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায়ও দোয়া করার অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। ভাকুর্তা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজী মো. নুরুল মমিন ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. কদম আলী ভূঁইয়ার যৌথ সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ ছাড়া স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন। শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow