নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রধান মাধ্যম : শেখ রবিউল আলম

ঢাকা-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতার প্রকৃত মালিক জনগণ। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমেই রাষ্ট্র পরিচালিত হয় এবং নাগরিক অধিকার নিশ্চিত হয়। তাই সঠিক ও যোগ্য প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সংসদে পাঠানো জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানী জিগাতলায় এক সামাজিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রবি বলেন, আপনারা যত বেশি বিচক্ষণতার পরিচয় দেবেন, তত বেশি আপনার অধিকার সুরক্ষিত হবে। আপনার প্রতিনিধি যদি সঠিকভাবে নির্বাচিত হয়, সে আপনার হয়ে রাষ্ট্রের সঙ্গে দরকষাকষি করবে, অধিকার আদায়ে সক্রিয় থাকবে। তিনি বলেন, জনগণ ও রাজনীতিবিদদের মধ্যে গভীর আন্তঃসম্পর্ক না থাকলে রাষ্ট্রে অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। এই সম্পর্ক দুর্বল হলে সমাজের উন্নয়ন ব্যাহত হয়, নাগরিক সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত হয় না। নারীদের উদ্দেশে শেখ রবিউল আলম রবি বলেন, এই রাষ্ট্রের মালিকানার অর্ধেক আপনাদের। আপনারা অক্ষম নন, আপনাদের পূর্ণ অধিকার রয়েছে। রাষ্ট্র কারও দয়ায় চলে না—রাষ্ট্র আপনাদের। বিএনপির শাসনামলের কথা

নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রধান মাধ্যম : শেখ রবিউল আলম

ঢাকা-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতার প্রকৃত মালিক জনগণ। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমেই রাষ্ট্র পরিচালিত হয় এবং নাগরিক অধিকার নিশ্চিত হয়। তাই সঠিক ও যোগ্য প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সংসদে পাঠানো জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানী জিগাতলায় এক সামাজিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রবি বলেন, আপনারা যত বেশি বিচক্ষণতার পরিচয় দেবেন, তত বেশি আপনার অধিকার সুরক্ষিত হবে। আপনার প্রতিনিধি যদি সঠিকভাবে নির্বাচিত হয়, সে আপনার হয়ে রাষ্ট্রের সঙ্গে দরকষাকষি করবে, অধিকার আদায়ে সক্রিয় থাকবে।

তিনি বলেন, জনগণ ও রাজনীতিবিদদের মধ্যে গভীর আন্তঃসম্পর্ক না থাকলে রাষ্ট্রে অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। এই সম্পর্ক দুর্বল হলে সমাজের উন্নয়ন ব্যাহত হয়, নাগরিক সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত হয় না।

নারীদের উদ্দেশে শেখ রবিউল আলম রবি বলেন, এই রাষ্ট্রের মালিকানার অর্ধেক আপনাদের। আপনারা অক্ষম নন, আপনাদের পূর্ণ অধিকার রয়েছে। রাষ্ট্র কারও দয়ায় চলে না—রাষ্ট্র আপনাদের।

বিএনপির শাসনামলের কথা উল্লেখ করে তিনি বলেন, ১৯৯১-৯৬ এবং ২০০১-২০০৬ সময়কালে দেশে অর্থনীতি ছিল স্থিতিশীল, সামাজিক নিরাপত্তা ছিল দৃঢ় এবং শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন খাতে মানসম্মত উন্নয়ন হয়েছিল। তবে গত ১৭ বছরে সেই অর্জনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ঢাকা-১০ আসনের বিভিন্ন এলাকার নাগরিক সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, হাজারীবাগসহ আশপাশের এলাকাগুলো পরিকল্পিতভাবে গড়ে না ওঠায় গ্যাস, বিদ্যুৎ ও পানির মতো মৌলিক নাগরিক সুবিধা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। তিনি এসব সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার কথা জানান এবং নির্বাচিত সরকার গঠিত হলে এসব সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

শেখ রবিউল আলম রবি আরও বলেন, বিএনপি কখনোই রাজনৈতিক পরিচয়ে সাধারণ মানুষের ওপর জুলুম বা চাপ প্রয়োগকে প্রশ্রয় দেয় না। দলের কোনো নেতা-কর্মী কিংবা অন্য কোনো গোষ্ঠী যদি জনগণের জীবনযাত্রায় বাধা সৃষ্টি করে, তবে তা অবিলম্বে দলীয় নেতৃত্বকে জানানোর আহ্বান জানান তিনি।

তিনি বলেন, নীরবে সহ্য করলে আমাদের কিছু করার থাকে না। আপনারা এগিয়ে আসুন। আপনাদের অধিকার রক্ষায় আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নেব।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি জনগণের সমর্থন ও ভোট প্রার্থনা করে বলেন, বিএনপি ক্ষমতায় এলে জনগণের অধিকার রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হবে। জনগণের আস্থার মর্যাদা রক্ষা করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, আপনারা যে দায়িত্ব আমার ওপর অর্পণ করবেন, তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব।

তিনি দেশবাসীর শান্তি, সুস্থতা ও কল্যাণ কামনা করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow