নির্বাচন না হলে দেশে সংকট দেখা দেবে : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সেটা আমাদের তৈরি করতে হবে। আপনারা প্রস্তুত থাকুন, এই নির্বাচন হতে হবে। এই নির্বাচন না হলে দেশে সংকট দেখা দেবে। আমরা কোনো সংকট তৈরি হতে দেব না।  শনিবার (২২ নভেম্বর) বিকেলে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।  ডা. শফিকুর রহমান বলেন, আমাদের এত পজিটিভ এজেন্ডা—আমরা জাতির জন্য কী করব, এগুলো ভাবতে আর বলতে বলতে সময় চলে যায়। কাউকে খোঁচানোর জন্য কিংবা কারো খোঁচার জবাব দেওয়ার সময় আমাদের নেই। তিনি বলেন, পিআর নিয়ে জামায়াতে ইসলামীর দাবি অব্যাহত আছে। পিআরের দাবি বাস্তবায়ন হবে জনগণের স্বার্থে। আমরা ক্ষমতায় গেলেও কথা দিচ্ছি, পিআর আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। তবে নির্বাচনের দিন গণভোট চাই না। নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে। চট্টগ্রামের আরেক নাম ইসলামাবাদ উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, এই চট্টগ্রামকে বীর চট্টলা নামে ডাকা হয়। তবে বীর চট্টগ্রাম বলা হয় না। এর আরেকটি নাম ইসলামাবাদ। আবার মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা হয়েছিল এই চট্টগ্রাম থেকে। আমরা ৪৭ পার হয়ে

নির্বাচন না হলে দেশে সংকট দেখা দেবে : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সেটা আমাদের তৈরি করতে হবে। আপনারা প্রস্তুত থাকুন, এই নির্বাচন হতে হবে। এই নির্বাচন না হলে দেশে সংকট দেখা দেবে। আমরা কোনো সংকট তৈরি হতে দেব না। 

শনিবার (২২ নভেম্বর) বিকেলে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

ডা. শফিকুর রহমান বলেন, আমাদের এত পজিটিভ এজেন্ডা—আমরা জাতির জন্য কী করব, এগুলো ভাবতে আর বলতে বলতে সময় চলে যায়। কাউকে খোঁচানোর জন্য কিংবা কারো খোঁচার জবাব দেওয়ার সময় আমাদের নেই।

তিনি বলেন, পিআর নিয়ে জামায়াতে ইসলামীর দাবি অব্যাহত আছে। পিআরের দাবি বাস্তবায়ন হবে জনগণের স্বার্থে। আমরা ক্ষমতায় গেলেও কথা দিচ্ছি, পিআর আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। তবে নির্বাচনের দিন গণভোট চাই না। নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে।

চট্টগ্রামের আরেক নাম ইসলামাবাদ উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, এই চট্টগ্রামকে বীর চট্টলা নামে ডাকা হয়। তবে বীর চট্টগ্রাম বলা হয় না। এর আরেকটি নাম ইসলামাবাদ। আবার মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা হয়েছিল এই চট্টগ্রাম থেকে। আমরা ৪৭ পার হয়ে এসেছি, ’৫২ পার হয়ে এসেছি, ’৭১ পার হয়ে এসেছি; এখন আমরা দাঁড়িছি ২৪ জুলাইয়ে। বারবার এ জাতির কাছে সুযোগ এসেছিল। কিন্তু সুযোগের উত্তম ব্যবহার যারা করার কথা ছিল তারা অপব্যবহার করেছে। আলো দেখার পর সে আলো দীর্ঘায়িত হয়নি।

তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরের পথপরিক্রমায় একটি জাতি অনেক দূর এগিয়ে যাওয়ার কথা ছিল। কিছু লোক জনগণের সম্পদকে লুট করে তাদের কপাল বড় করেছিলেন। এখন বিভিন্ন ইন্ডাসট্রিতে আমাদের কোনো সাড়া নেই। আমাদের চাহিদার তুলনায় প্রোডাকশন খুবই কম। আন্তরিকতা, দেশপ্রেম ও সৎ নেতৃত্বের অভাবে আমরা মুখ থুবড়ে পড়ে আছি। সুযোগ এসেছে সুযোগ হারিয়েছে। 

তিনি আরও বলেন, আমরা ’২৪-এর এ সুযোগকে হারাতে দেব না। আমরা ষোল আনা সদ্ব্যবহার করতে চাই। কোনো দলের জন্য নয়, গোটা জাতির জন্য। আমাদের যুদ্ধ হবে এই দেশকে সত্যিকার মুক্তির স্বাদ এনে দেওয়ার জন্যে। আমরা আমাদের দেশের রাজনীতি কারো কাছে ইজারা দিতে চাই না। এ দেশের মালিক জনগণ। আমরা জনগণের হাতে জনগণের অধিকার তুলে দিতে চাই।

ডা. শফিকুর বলেন, স্থানীয় নির্বাচনের কথা বলছি না, এখন তা সম্ভব নয়। এই সময়ের মধ্যে আমরা অবাস্তব কথা বা দাবি করছি না, করবও না। আমি জামায়াতের বিজয় চাই না, জনগণের বিজয় চাই।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে যোগ দিতে চট্টগ্রাম যান ডা. শফিকুর রহমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow