নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে : চরমোনাই পীর

2 weeks ago 15

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বিশ্বের ৯১টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। তারা এ পদ্ধতির বাইরে যায়নি। তার মানে আমাদের বুঝতে হবে এটি সবার জন্য কল্যাণকর। তাই আমাদের দাবি আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় ইসলামী যুব আন্দোলন শরীয়তপুর জেলা শাখার আয়োজনে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, বাংলাদেশে যে পদ্ধতিতে নির্বাচন হয়ে আসছে সেই নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি হয়। বাংলাদেশের নির্বাচন পদ্ধতির মাধ্যমে দেশের টাকা বিদেশে পাচার হয়। আর পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে প্রতিটি ভোটারের ভোটের মূল্যায়ন হবে। তখন আর ফ্যাসিস্ট তৈরি হবে না। প্রতিটি দলের প্রতিনিধি সংসদে থাকবেন। এর মাধ্যমে আমাদের দেশটি সুন্দর একটি দেশ হবে। এখানে কোনো খুনি, চাঁদাবাজ, দুর্নীতিবাজ তৈরি হবে না- এটাই হবে বাস্তবতা।

ইসলামী যুব আন্দোলন শরীয়তপুর জেলার সভাপতি মুহাম্মদ তারেক জামিলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাহমুদের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন- ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক এসএম আজিজুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলার সভাপতি এস এম আহসান হাবিব।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতারা।

Read Entire Article