নির্বাচন বানচাল করতে চাইলে ক্যাম্পাস থেকে প্রতিহত করা হবে

19 hours ago 4

ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের জিএস পদপ্রার্থী মাজহারুল ইসলাম বলেছেন, আজকে নির্বাচন বানচাল করতে দেওয়ার কোনো অপপ্রয়াস সফল হতে দেওয়া হবে না। আমরা এখানে সর্বোচ্চ অবস্থান নেবো। নির্বাচন যদি কেউ বানচাল করতে চায়, তবে তাদেরকে এই ক্যাম্পাস থেকে প্রতিহত করা হবে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জিএস পদপ্রার্থী মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন তাদের এই ভোট গণনা কার্যক্রম কীভাবে সহজতর করা যায়, সেই জায়গায় তারা আন্তরিক হন। আমরা তাদেরকে সহযোগিতা করতে রাজি আছি। কিন্তু কোনো প্রকার ষড়যন্ত্র, দলীয় এজেন্ডা, কোনো মতাদর্শের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আমরা আশা করি আজকের মধ্যে প্রশাসন ভোট গণনা প্রক্রিয়া শেষ করবে।’

ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যাচ্ছে উল্লেখ করে শিবিরের এ প্রার্থী বলেন, ‘একদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ভোট গণনা শেষ হয়নি। মাত্র হল সংসদগুলোর ভোট গণনা শেষ হয়েছে। এখনো সেন্ট্রাল প্যানেলের ভোট গণনা কার্যক্রম শেষ হয়নি, যা হল সংসদ ভোটের প্রায় দ্বিগুণ। এখানে সুস্পষ্টভাবে আমরা ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছি।’

এসময় ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী ও শিবির কর্মীরা উপস্থিত ছিলেন।

মো. রকিব হাসান প্রান্ত/এসআর/জিকেএস/এএসএম

Read Entire Article