প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ী চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
রোববার (১৮ মে) রাতে রাজশাহী সার্কিট হাউজ সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের আগে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন বাস্তবায়নে কমিশন প্রস্তুতি শুরু করেছে। আশা করি প্রধান উপদেষ্টার দেওয়ার সময় অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় রাজশাহী বিভাগীয় প্রশাসন, বিভাগীয় পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, জেলা পুলিশ ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসের কর্মকর্তারা যোগ দেন।
সাখাওয়াত হোসেন/জেডএইচ/জিকেএস

5 months ago
84









English (US) ·