নির্বাচন ভবনে অনাকাঙ্ক্ষিত প্রবেশ ঠেকাতে আট নির্দেশনা

3 hours ago 6

নির্বাচন ভবনে অনাকাঙ্ক্ষিত ব্যক্তি প্রবেশ সীমিত করতে ও নিরাপত্তা নিশ্চিত করতে আট নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি) । এরই মধ্যে নির্দেশনাগুলো বাস্তবায়নও শুরু করেছেন প্রধান নিরাপত্তা কর্মকর্তা। এ ক্ষেত্রে নির্বাচন ভবনে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ইসির প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও উপসচিব সহিদ আব্দুস ছালামের সই করা এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করা হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়, নির্বাচন ভবনের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা এবং কর্ম উপযোগী পরিবেশ সংরক্ষণের জন্য অপ্রয়োজনীয় যাতায়াত এবং অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের প্রবেশ সীমিত করার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের প্রবেশ পথ বহিঃবেষ্টনী ও অভ্যন্তরে যাতায়াত নিয়ন্ত্রণ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

নির্দেশনাগুলো হলো
(১) নির্বাচন ভবনে প্রবেশ ও অবস্থানকালীন সময়ে অফিসিয়াল প্রবেশপত্র/পরিচয়পত্র ব্যবহার করে প্রবেশ করতে হবে এবং তা ঝুলিয়ে রাখা থাকবে।

(২) কার্ডধারী কর্মকর্তা/কর্মচারী নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন ভবনে প্রবেশের পূর্বে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর ব্যবহার করবেন এবং সঙ্গে বহনকৃত ব্যাগ/বস্তু ব্যাগেজ স্ক্যানারে মাধ্যমে স্ক্যান করা নিশ্চিত করবেন।

(৩) কার্ডধারী কর্মকর্তা/কর্মচারীরা ভবনে প্রবেশ ও প্রস্থানকালে ফ্ল্যাপ বেরিয়ার ট্রান্সটাইল এন্টারেন্স এক্সেস কন্ট্রোল ব্যবহার করে সুনির্দিষ্ট গেটের মাধ্যমে ডিজিটাল হাজিরা নিশ্চিত করবেন।

(৪) দর্শনার্থী/সেবা প্রত্যাশীরা নির্বাচন ভবনে প্রবেশের ক্ষেত্রে প্রবেশকারীর তথ্য রেজিস্টার/কম্পিউটারে লিপিবদ্ধ করে ভিজিটর কার্ড গ্রহণপূর্বক দর্শনীয়ভাবে তা গলায় ঝুলিয়ে ফ্ল্যাপ বেরিয়ার ট্রান্সটাইল এন্টারেন্স এক্সেস কন্ট্রোল গেইট দিয়ে প্রবেশ করবেন।

(৫) দর্শনার্থী/সেবা প্রত্যাশীরা ভবনের যে তলায় প্রবেশাধিকার পাবেন তিনি শুধুমাত্র সেখানেই যাবেন এবং প্রয়োজনীয় সময় পর্যন্ত অবস্থান করবেন। নির্বাচন ভবন ত্যাগ করার পূর্বে ভিজিটর কার্ড ফেরত দেবেন।

(৬) কোনো কর্মকর্তা/কর্মচারী অফিস চলাকালীন সময়ে বিশেষ প্রয়োজনে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ব্যতিরেকে নির্বাচন ভবনের বাইরে যাবেন না।

(৭) অফিস ত্যাগের পূর্বে সবাই আবশ্যিকভাবে স্ব-স্ব অনুবিভাগ/অধিশাখা/শাখার নথিপত্র নিরাপদে সংরক্ষণ করার পাশাপাশি কম্পিউটারসামগ্রী, এসি, বৈদ্যুতিক ফ্যান, মাল্টিপ্লাগ, লাইট, দরজা-জানালা ইত্যাদি বন্ধ করে অফিস ত্যাগ করবেন।

(৮) দাপ্তরিক প্রয়োজন ব্যতীত কোনো কর্মকর্তা/কর্মচারী ভবন বা স্বীয় দপ্তরে অতিরিক্ত সময় অবস্থান করবেন না।

দিনভর নির্বাচন ভবনে অবস্থান করে দেখা গেছে, দুটি গেট দিয়ে আগে দর্শনার্থী, সাংবাদিকসহ অন্যরা প্রবেশ করলেও একটি গেট বন্ধ করে দেওয়া হয়। কেবল ফ্ল্যাপ বেরিয়ার ট্রান্সটাইল এন্টারেন্স এক্সেস কন্ট্রোল বসানো গেটটি খোলা রাখা হয়েছে।

এর আগেও বিভিন্ন সময় নির্বাচন ভবনে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে ইসি।

এ বিষয়ে উপসচিব সহিদ আব্দুস ছালাম সাংবাদিকদের বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে এই আদেশ জারি করা হয়েছে। এটা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

জানা গেছে, নির্বাচন ভবন কি পয়েন্ট ইনফ্রাস্টাকচার (কেপিআই) তালিকাভুক্ত প্রতিষ্ঠান হলেও এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান। প্রতিদিন এখানে শতশত সেবাগ্রহীতা এসে থাকেন।

এমওএস/এমআইএইচএস/এমএস

Read Entire Article