নির্বাচনি মঞ্চ কারা ভেঙেছে জানালেন রুমিন ফারহানা

বিএনপির বহিষ্কৃত নেত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার পূর্ব নির্ধারিত নির্বাচনি সভার মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার জন্য তিনি প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের দায়ী করেছেন। সোমবার বিকেলে সরাইল উপজেলার অরুয়াইল বাজারে আয়োজিত এক পথসভায় এসব অভিযোগ করেন তিনি। মঞ্চ ভেঙে দেওয়ায় শেষ পর্যন্ত নিজের গাড়ির ওপর দাঁড়িয়ে উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য দিতে বাধ্য হন রুমিন ফারহানা। তিনি বলেন, “আজ সরাইলের অরুয়াইলে আমার একটি পূর্ব নির্ধারিত সভা ছিল। কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন আমার নির্বাচনি মঞ্চ ভেঙে দিয়েছে। বাধ্য হয়ে আজ আমাকে আপনাদের বাড়ি বাড়ি যেতে হচ্ছে। শেষ পর্যন্ত গাড়ির ওপর দাঁড়িয়েই বক্তব্য দিচ্ছি।” আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এই অন্যায়ের সমুচিত জবাব দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। বিএনপির এই সাবেক নেত্রী বলেন, ‘অরুয়াইল চিত্রা নদীর ওপর যে রাস্তা ও ব্রিজ আছে, সেই বিষয়ে আমি সংসদ সদস্য থাকাকালে আবেদন দেওয়া হয়েছিল। এটা নিয়ে বিভিন্ন দেনদরবার হচ্ছে। ইনশাল্লাহ, আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই, তাহলে এই সড়ক, সেতু ও কালভার্ট—সব করে দেব।’ তিনি

নির্বাচনি মঞ্চ কারা ভেঙেছে জানালেন রুমিন ফারহানা

বিএনপির বহিষ্কৃত নেত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার পূর্ব নির্ধারিত নির্বাচনি সভার মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার জন্য তিনি প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের দায়ী করেছেন।

সোমবার বিকেলে সরাইল উপজেলার অরুয়াইল বাজারে আয়োজিত এক পথসভায় এসব অভিযোগ করেন তিনি। মঞ্চ ভেঙে দেওয়ায় শেষ পর্যন্ত নিজের গাড়ির ওপর দাঁড়িয়ে উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য দিতে বাধ্য হন রুমিন ফারহানা।

তিনি বলেন, “আজ সরাইলের অরুয়াইলে আমার একটি পূর্ব নির্ধারিত সভা ছিল। কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন আমার নির্বাচনি মঞ্চ ভেঙে দিয়েছে। বাধ্য হয়ে আজ আমাকে আপনাদের বাড়ি বাড়ি যেতে হচ্ছে। শেষ পর্যন্ত গাড়ির ওপর দাঁড়িয়েই বক্তব্য দিচ্ছি।”

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এই অন্যায়ের সমুচিত জবাব দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

বিএনপির এই সাবেক নেত্রী বলেন, ‘অরুয়াইল চিত্রা নদীর ওপর যে রাস্তা ও ব্রিজ আছে, সেই বিষয়ে আমি সংসদ সদস্য থাকাকালে আবেদন দেওয়া হয়েছিল। এটা নিয়ে বিভিন্ন দেনদরবার হচ্ছে। ইনশাল্লাহ, আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই, তাহলে এই সড়ক, সেতু ও কালভার্ট—সব করে দেব।’

তিনি আরও বলেন, “এই নতুন বাংলাদেশে আমরা আর কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেব না। নিরীহ মানুষকে টাকা দিয়ে মিথ্যা মামলায় জড়ানোর সুযোগ দেওয়া হবে না। দোকানে দোকানে চাঁদাবাজি, ধান্দাবাজি কিংবা অবৈধ বালু ব্যবসাও বন্ধ করা হবে। ইনশাআল্লাহ, আপনাদের ভোটে যদি এমপি নির্বাচিত হতে পারি, তাহলে সরাইল-আশুগঞ্জকে নতুন রূপে গড়ে তুলব।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow