নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে গণভোটে ‘না’ বলায় হট্টগোল, উত্তেজনা

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে একই মঞ্চে সব প্রার্থীর উপস্থিতিতে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন ঘোষণা অনুষ্ঠানে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানানোকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সহকারি রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের শেষের দিকে এ ঘটনা ঘটে। এ সময় সেখানে উপস্থিত থাকা উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা সুমি বারবার হ্যান্ড মাইকে ঘোষণা দিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ বিষয়ে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিলটন প্রামাণিক বলেন, প্রশাসন ও প্রার্থীদের উপস্থিতিতে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন বিষয়ে বক্তব্য দেওয়ার সময় মঞ্চের একপাশে বসে থাকা কিছু লোকজন উত্তেজিত হয়ে হট্টগোল শুরু করেন। এ পরিস্থিতি চলতে থাকলে দেশে কোনো ভোট হবে না। এ সময় ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শাস্তি দাবি করেন তিনি। তিনি আরো বলেন, আমাদের দলের চেয়ারম্যান ‘না’ ভোটের পক্ষে ভোট দেওয়ার

নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে গণভোটে ‘না’ বলায় হট্টগোল, উত্তেজনা

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে একই মঞ্চে সব প্রার্থীর উপস্থিতিতে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন ঘোষণা অনুষ্ঠানে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানানোকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সহকারি রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের শেষের দিকে এ ঘটনা ঘটে।

এ সময় সেখানে উপস্থিত থাকা উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা সুমি বারবার হ্যান্ড মাইকে ঘোষণা দিয়ে পরিস্থিতি শান্ত করেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিলটন প্রামাণিক বলেন, প্রশাসন ও প্রার্থীদের উপস্থিতিতে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন বিষয়ে বক্তব্য দেওয়ার সময় মঞ্চের একপাশে বসে থাকা কিছু লোকজন উত্তেজিত হয়ে হট্টগোল শুরু করেন। এ পরিস্থিতি চলতে থাকলে দেশে কোনো ভোট হবে না। এ সময় ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শাস্তি দাবি করেন তিনি।

তিনি আরো বলেন, আমাদের দলের চেয়ারম্যান ‘না’ ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সেখানে আমি তো অন্য কিছু বলতে পারি না। একজন নাগরিক হিসেবে ‘হ্যাঁ’ অথবা ‘না’ দুইটি বিষয়েই ভোট চাইতে পারি, এতে অসুবিধা কিসের আমি বুঝতে পারছি না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow