বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, ক্ষমতার নেশায় শেখ হাসিনা মুক্তিযুদ্ধের শহীদের রক্তের সঙ্গে বেইমানি করেছেন। নির্বাচনী ব্যবস্থাকে তিনি ধ্বংস করে দিয়েছেন। শুধু এ কারণের জন্য শেখ হাসিনার হাজার বছরের জেল হওয়া উচিত।
রোববার (১৫ ডিসেম্বর) কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হাবিব উন নবী খান সোহেল বলেন, অন্যের দিকে আঙুল তোলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন। না হলে কিন্তু ওই আঙুল কেটে দেব। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করুন। দেশের জনগণ যদি একবার ক্ষেপে যায়, যদি লড়াইয়ে নামে কোনো অপশক্তি কিন্তু সামনে টিকবে না।
কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ সোহেলের সভাপতিত্বে এক্স সদস্যসচিব হাজী মোহাম্মদ ইসরাইল মিঞার সঞ্চালনায় সম্মেলনে ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লায়লা বেগম, জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, অ্যাডভোকেট জালাল উদ্দীন, অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস প্রমুখ।
এসকে রাসেল/আরএইচ/জেআইএম