নির্বাচনী সংস্কার সবার আগে দরকার : এ্যানি 

1 month ago 33

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দেশে সংস্কারের সঙ্গে সঙ্গে নির্বাচনেরও দ্রুত প্রয়োজন রয়েছে। বিএনপির ৩১ দফাতে সব সংস্কারের কথা উল্লেখ করা হয়েছে। জনগণের সরকার প্রতিষ্ঠায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সহযোগিতা করা হচ্ছে। আশা করছি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জের চৌহালী সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ্যানি বলেন, ক্ষমতায় থেকে কোটি কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগ। এখন সেই টাকা দিয়েই দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিগত ১৫-১৬ বছরের আন্দোলনে অনেকেই গুম-খুন হয়েছে, এসব অপকর্মে জড়িতদের সবাই এখনো গ্রেপ্তার হয়নি। বিচার প্রক্রিয়াও এখনো শুরু হয়নি। এজন্য সরকারের কাছে দাবি খুনিদের অনতিবিলম্বে বিচার করতে হবে। 

চৌহালী উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কারী ময়নুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক ও রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি বেগম রোমানা মাহমুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনোয়ার ভিপি, ইউনুস সিকদার, সিনিয়র সহসভাপতি আনিস শিকদার, সহসভাপতি অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল প্রমুখ।

Read Entire Article