নির্বাচনে অংশ নেয়ার বিষয় পরিস্কার করলেন আজহারি
জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি অবশেষে পরিস্কার করলের তার অভিমত। তিনি ঢাকার কোনো আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন কিনা বিষয়টি একটি ফেসবুক পোষ্টের মাধ্যমে অনেকটাই পরিস্কার জানিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করে আজহারি লিখেছেন, তথ্য শেয়ার করার আগে ভেরিফাই করুন। যাচাইহীন শেয়ার— অপপ্রচার, গুজবের ইন্ধন ও গুনাহের পথ। মুসলিম কখনও গুজবের মাইক হয় না। এ ছাড়া, ওই পোস্টের কমেন্টবক্সে জনপ্রিয় এই ইসলামী বক্তা লেখেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু শেয়ার করার আগে ঘটনার সত্যতা যাচাই করা জরুরী। কোন মুসলিম যা শুনে তা-ই যাচাই-বাছাইহীন শেয়ার করতে পারে না। আজহারি আরো লেখেন, ইসলামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। অসত্য বা অসম্পূর্ণ সংবাদ মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই, তথ্য সুরক্ষার ব্যাপারে ইসলামের নির্দেশনা অত্যন্ত কঠোর। অসত্য তথ্য প্রকাশ করে সমাজে বিশৃঙ্খলা করা বা গুজব ছড়ানো গুনাহের কাজ। তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় কোন কিছু দেখলেই শেয়ার দেয়া উচিত নয়। তথ্যসূত
জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি অবশেষে পরিস্কার করলের তার অভিমত। তিনি ঢাকার কোনো আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন কিনা বিষয়টি একটি ফেসবুক পোষ্টের মাধ্যমে অনেকটাই পরিস্কার জানিয়ে দিয়েছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করে আজহারি লিখেছেন, তথ্য শেয়ার করার আগে ভেরিফাই করুন। যাচাইহীন শেয়ার— অপপ্রচার, গুজবের ইন্ধন ও গুনাহের পথ। মুসলিম কখনও গুজবের মাইক হয় না।
এ ছাড়া, ওই পোস্টের কমেন্টবক্সে জনপ্রিয় এই ইসলামী বক্তা লেখেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু শেয়ার করার আগে ঘটনার সত্যতা যাচাই করা জরুরী। কোন মুসলিম যা শুনে তা-ই যাচাই-বাছাইহীন শেয়ার করতে পারে না।
আজহারি আরো লেখেন, ইসলামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। অসত্য বা অসম্পূর্ণ সংবাদ মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই, তথ্য সুরক্ষার ব্যাপারে ইসলামের নির্দেশনা অত্যন্ত কঠোর। অসত্য তথ্য প্রকাশ করে সমাজে বিশৃঙ্খলা করা বা গুজব ছড়ানো গুনাহের কাজ।
তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় কোন কিছু দেখলেই শেয়ার দেয়া উচিত নয়। তথ্যসূত্র যাচাই করে দেখুন। নিশ্চিত না হয়ে কিছু শেয়ার করবেন না। যাচাই করলে দেখবেন যে প্রকাশিত সংবাদ মূল ঘটনার ধারে কাছেও নেই।
উল্লেখ্য- সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়—ঢাকার একটি আসনে জামায়াত ইসলামীর মনোনয়ন পেয়েছেন আজহারি। বিষয়টি দ্রুতই ছড়িয়ে পড়ে এবং নানামুখী আলোচনা শুরু হয়। তবে জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানানো হয়—সংবাদটি সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন, তাদের পক্ষ থেকে তাকে কোনো মনোনয়ন দেওয়া হয়নি।
What's Your Reaction?