নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, ছাগলনাইয়ায় চার প্রার্থীকে জরিমানা

4 months ago 63

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় ফেনীর ছাগলনাইয়া উপজেলায় চার প্রার্থীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

০১ জুন (শনিবার) সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সন্ধ্যায় ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনী প্রচারণা কার্যক্রম পরিদর্শনে গিয়ে নানা রকম আচরণবিধি লঙ্ঘন নজরে আসে ভ্রাম্যমাণ আদালতের। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবদুর রহমান তিনজন চেয়ারম্যান প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করেন।

তারা হলেন কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার, টেলিফোন প্রতীকের প্রার্থী কাজী জায়েদ মোহাম্মদ গোলাম ফারুক, আনারস প্রতীকের মো. আবদুল হালিম ও কলস প্রতীকের বিবি জুলেখা শিল্পীকে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়। অভিযানে থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

ফেনী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবদুর রহমান অভিযানে জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন।

তফসিল অনুযায়ী ৬ষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ও শেষ ধাপে আগামী ৫ জুন এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।


আবদুল্লাহ আল-মামুন/এমএসএম

Read Entire Article