‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

3 hours ago 7

‘অতীতে আমলাদের বিতর্কিত কর্মকাণ্ডে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। আমাদের নিরপেক্ষতা আমরাই নষ্ট করেছি। মানুষ এখন আমাদের বিশ্বাস করতে পারছে না। তবে দেশ এখন নির্বাচনী ট্রেনে। সেজন্য সবাইকে নিরপেক্ষ ভূমিকা পালন করে নিজের সক্ষমতা ও গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে।’

শুক্রবার (২২ আগস্ট) ২৫ তম বিসিএস (প্রশাসন) ফোরামের ১৯তম বর্ষপূর্তি উৎসবে বক্তারা এসব কথা বলেন। 

এতে ফোরামের সভাপতি মো. সগীর হোসেন সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় করেন। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সচিব আব্দুল খালেক, সাবেক সচিব ড. সাজ্জাদ হোসেন ভূইয়া, সাবেক সচিব মো আমিনুল ইসলাম, সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা, সাবেক অতিরিক্ত সচিব আফজাল হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) এরফানুল হক, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বিসিএস ৮৫ ফোরামের সভাপতি কামরুজ্জামান, ২০ ব্যাচের আকনুর রহমান ও ২৫ তম বিসিএস অল ক্যাডার এসোসিয়েশনের সভাপতি নুরুল করিম ভূইয়াসহ বিভিন্ন ব্যাচের কর্মকর্তারা।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সচিব এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্যাহ। এ ছাড়া জুলাই শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন শহীদ আবু সাঈদের ভাই আবু হোসেন।

অনুষ্ঠানে সাবেক সচিব আব্দুল খালেক বলেন, ‘দেশ এখন নির্বাচনী ট্রেনে সবাই নিরপেক্ষ ভূমিকা পালন করে নিজের সক্ষমতা ও গ্রহণযোগ্যতার প্রমাণ দেবেন।’

সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা বলেন, ‘জীবনে না বলা শিখতে হবে। না হয় হ্যা বলতে বলতে একসময় নিজের মেরুদণ্ড খুঁজে পাওয়া যাবে না। নৈতিকতা চর্চা করতে হবে।’

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ‘অতীতে আমাদের বিতর্কিত কর্মকাণ্ডে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। আমাদের নিরপেক্ষতা আমরাই নষ্ট করেছি। মানুষ বিশ্বাস করতে পারছে না। সেজন্য মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে।’

তিনি বলেন, ‘নির্বাচনে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আগামী নির্বাচন আমাদের জন্য সুবর্ণ সুযোগ মানুষের বিশ্বাস অর্জনের।’

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) এরফানুল হক বলেন, ‘অফিসারদের সুরক্ষার জন্য আমরা কোনো সিস্টেম চালু করতে পারিনি। এটি নিশ্চিতে একটা পদ্ধতি বের করা দরকার।’

অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন অতিথিরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এ সরকারি কর্মকর্তারা।

Read Entire Article