নির্বাচনে ইভোটিং ও ব্রডসেন্ট টেকনোলজি ব্যবস্থার দাবি জাকের পার্টির

3 hours ago 2

জাতীয় নির্বাচনে ইভেটিং ও ব্রডসেন্ট টেকনোলজি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে জাকের পার্টি। একইসঙ্গে জাকের পার্টির ১৪ দফা দাবি প্রস্তাবনা গ্রহণের দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটস্থ জাকের পার্টির আঞ্চিলক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব দাবি জানান দলটির অতিরিক্ত মহাসচিব মাহবুবুর রহমান হায়দার।

তিনি বলেন, জাকের পার্টি ১৪ দফা প্রস্তাবনা নির্বাচন কমিশনকে (ইসি) দেওয়া হয়েছে। ইভোটিং প্রস্তাবনা তারমধ্যে অন্যতম। প্রযুক্তির সুফল গ্রহণ করে ইভোটিং মাধ্যমে অসুস্থ প্রবাসীরাও ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। ব্রডসেন্ট টেকনোলজি ব্যবহার করলে ভোট চুরি কারচুপি বা সূক্ষ্ম কারচুপি হবে না। সময়োপযোগী এ দুটি প্রস্তাব দিয়েছি এবং তা বাস্তবায়নের দাবি জানাচ্ছি।

তিনি দাবি করেন, যেনতেন সংস্কারের মাধ্যমে নির্বাচন দিলে ফলপ্রসূ হবে না। নির্বাচনের জন্য অতিরিক্ত সময় ব্যয় করাও উচিত নয়। কোনো দলের এজেন্ডাও বাস্তবায়ন যেন না হয়। দেশের বৃহৎ অংশকে বাদ দিয়ে জাতীয় ঐক্য সম্ভব নয়। দেশের এ ক্রান্তিকালে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সামাজিক মূল্যবোধ ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। তার জন্য নিবন্ধিত ৪৮টি দল এবং নিবন্ধনের অপেক্ষায় থাকা দলগুলো নিয়ে এবং সকল ধর্মীয় নেতৃত্ব দেওয়া সবাইকে নিয়ে পরামর্শক কমিটি গঠন করতে হবে।

তিনি আরও বলেন, ১৮টি দল নিয়ে জাতীয় ঐক্য সম্ভব নয়। সবাইকে নিয়ে এটি গড়ে তুলতে হবে। আমরা ৩০০ আসনে প্রার্থী দেব। তবে এখনো জোটে যাওয়ার বিষয়ে আলোচনা হয়নি। এরইমধ্যে অনেক দল যোগাযোগ করছে। তবে সব সময় তিনশ আসনে প্রার্থী দেওয়ার প্রস্ততি চলছে।

Read Entire Article