নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে : প্রগতিশীল ইসলামী জোট

১৫ দলীয় প্রগতিশীল ইসলামী জোট এবং ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল বলেছেন, ‘ছাত্রনেতা শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার মধ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সামনে এসেছে। প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, দিনেদুপুরে এভাবে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। কেবল তাই নয়; বিগত দেড় বছরে প্রকাশ্যে কয়েকটি খুন, গুলাগুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সবাই নীরব।’  শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।  এম এ আউয়াল বলেন, ‘অবিলম্বে ওসমান হাদির হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। এর আগে চট্টগ্রামে একটি রাজনৈতিক দলের নেতাকে গুলি করা হয়েছে। এসব অশুভ ইঙ্গিত। নির্বাচনকে সামনে রেখে এসব অপরাধ অবিলম্বে কঠোর হস্তে দমন করতে হবে।’  তিনি আরও বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করায় ঐতিহাসিক এক উপলক্ষে উপনীত হয়েছে বাংলাদেশ। বহু বছর দেশের মানুষ যে অপেক্ষায় ছিল, তা পূরণ হতে চলেছে। বাংলাদেশের গণতন্ত্রের অভিযাত্রা উন্মুক্ত হয়েছে। এখন নির্বাচন কমিশনের দায়িত্ব ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা। নির্বাচন যেন নিরপেক্ষ ও সুষ্ঠু হয়, সেজন্য নির্বাচন কমিশন ও

নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে : প্রগতিশীল ইসলামী জোট

১৫ দলীয় প্রগতিশীল ইসলামী জোট এবং ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল বলেছেন, ‘ছাত্রনেতা শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার মধ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সামনে এসেছে। প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, দিনেদুপুরে এভাবে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। কেবল তাই নয়; বিগত দেড় বছরে প্রকাশ্যে কয়েকটি খুন, গুলাগুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সবাই নীরব।’ 

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। 

এম এ আউয়াল বলেন, ‘অবিলম্বে ওসমান হাদির হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। এর আগে চট্টগ্রামে একটি রাজনৈতিক দলের নেতাকে গুলি করা হয়েছে। এসব অশুভ ইঙ্গিত। নির্বাচনকে সামনে রেখে এসব অপরাধ অবিলম্বে কঠোর হস্তে দমন করতে হবে।’ 

তিনি আরও বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করায় ঐতিহাসিক এক উপলক্ষে উপনীত হয়েছে বাংলাদেশ। বহু বছর দেশের মানুষ যে অপেক্ষায় ছিল, তা পূরণ হতে চলেছে। বাংলাদেশের গণতন্ত্রের অভিযাত্রা উন্মুক্ত হয়েছে। এখন নির্বাচন কমিশনের দায়িত্ব ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা। নির্বাচন যেন নিরপেক্ষ ও সুষ্ঠু হয়, সেজন্য নির্বাচন কমিশন ও সরকারকে যথাযথ ভূমিকা রাখতে হবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow