নির্বাচনের দিনেই গণভোট চায় বিএনপি : মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে গণভোটের কথা বলা হচ্ছে, তবে বিএনপি নির্বাচনের দিনেই গণভোট চায়।
শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের র্যালিপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি রাজনৈতিক দল জোট গড়ে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে, তারা বলছে নির্বাচনের আগেই গণভোট হতে হবে। আমরা বলেছি, গণভোট নির্বাচনের দিনই হতে হবে। কারণ, দুটি ভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে এবং মূল নির্বাচনের গুরুত্ব কমে যাবে। আজ দুর্ভাগ্যজনকভাবে অন্তর্বর্তী সরকার, যাদের আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারাই এমন ব্যবস্থা নিচ্ছে, যাতে নির্বাচনের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।
তিনি বলেন, বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান। নতুন বাংলাদেশের সূচনা করেছিলেন জিয়া। সংস্কারের শুরুও তার হাত ধরে।
যুবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আসুন আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন, আমাদের হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছেন, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে সামনে এগিয়ে যাই এবং আমাদের বিজয় সুনিশ্চিত করি।
বিএনপি মহাসচিব বলেন, আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব এবং ইনশাআল্লাহ এই নির্বাচনে বিজয়ী হয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব।
হাসিনা পালানোর পর দেশের মানুষ নতুন বাংলাদেশ নির্মাণ করতে চায় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলো যদি আবারও আলোচনায় বসে, তাহলে এতদিন ধরে ঐকমত্য কমিশন যে আলোচনা করেছে তার কী মানে হলো।
তিনি আরও বলেন, সরকারের সংস্কার উদ্যোগকে স্বাগত জানায় বিএনপি। সনদে স্বাক্ষর হয়েছে, তবে নতুন প্রস্তাবে ঐকমত্য হওয়া বিষয়গুলো নেই; নতুন চিন্তাভাবনা নিয়ে আসা হয়েছে। বিএনপি এটি গ্রহণ করেনি।

5 hours ago
10









English (US) ·