নির্বাচনের শিডিউল ঘোষণা করলেই তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন : আব্দুল আউয়াল মিন্টু
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা তারেক রহমান খুব শিগগির দেশে ফিরবেন। এ নিয়ে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। নির্বাচনের শিডিউল ঘোষণা করলেই তিনি দ্রুত দেশে ফিরে আসবেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ফেনীর দাগনভূঞা উপজেলার তুলাতলী বাজারে পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আব্দুল আউয়াল মিন্টু বলেন, পরিস্থিতি যা-ই হোক, বর্তমান সরকারকে নির্বাচন ফেব্রুয়ারিতে দিতেই হবে। আপনারা জানেন, আমরা এ সরকারকে প্রথম থেকেই সমর্থন দিয়ে আসছি, এখনো দিচ্ছি। আমরা আশা করছি সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে। এ ছাড়া একটি অবাধ নির্বাচনের জন্য যা দরকার তা করবে। তিনি আরও বলেন, আপনারা আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। ম্যাডাম যাতে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন। এ জন্য সবার কাছে দোয়া চাই। এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা তারেক রহমান খুব শিগগির দেশে ফিরবেন। এ নিয়ে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। নির্বাচনের শিডিউল ঘোষণা করলেই তিনি দ্রুত দেশে ফিরে আসবেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ফেনীর দাগনভূঞা উপজেলার তুলাতলী বাজারে পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আব্দুল আউয়াল মিন্টু বলেন, পরিস্থিতি যা-ই হোক, বর্তমান সরকারকে নির্বাচন ফেব্রুয়ারিতে দিতেই হবে। আপনারা জানেন, আমরা এ সরকারকে প্রথম থেকেই সমর্থন দিয়ে আসছি, এখনো দিচ্ছি। আমরা আশা করছি সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে। এ ছাড়া একটি অবাধ নির্বাচনের জন্য যা দরকার তা করবে।
তিনি আরও বলেন, আপনারা আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। ম্যাডাম যাতে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন। এ জন্য সবার কাছে দোয়া চাই।
এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?