নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ দেওয়ার সময় এখন: সিপিডি

5 months ago 11

গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেছেন, কোনো রোডম্যাপ নয়, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ দেওয়ার সময় এসে গেছে।

মঙ্গলবার (২৭ মে) সকালে ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ‘বাংলাদেশের অর্থনীতি ২০২৪-২৫ অর্থবছর অবস্থান (তৃতীয় পাঠ)’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থিতিশীলতা ও নির্বাচনের কথা আপনারা বলছেন। ৯ মাস হয়ে যাওয়ার পরে সরকারের পক্ষ থেকে একটা টাইমফ্রেম দেওয়া হয়েছে। কিন্তু এখন মনে হচ্ছে একটা নির্দিষ্ট তারিখ দেওয়াটা যুক্তিযুক্ত হবে। একটা ভালো সিদ্ধান্ত হবে। সেটা ডিসেম্বর হোক, জানুয়ারি, ফেব্রুয়ারি কিংবা মার্চ হোক। নির্বাচনের রোডম্যাপ না, একেবারে সুনির্দিষ্ট একটা তারিখ দেওয়ার সময় এসেছে।

মিডিয়া ব্রিফিংয়ে সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএম/এএমএ/জিকেএস

Read Entire Article