নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে যাব : ধর্ম উপদেষ্টা

1 month ago 30

সংস্কারকাজ শেষ হলে নির্বাচন দেওয়া হবে এবং সেই নির্বাচনে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা চলে যাব- বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শুক্রবার (২২ নভেম্বর) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের মুরাদাবাদ আজিজিয়া মাদ্রাসার অনুষ্ঠিত ৪৬তম বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুহাম্মদ তাহের আজিজির সভাপতিত্বে এবং উপপরিচালক মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজিব হোসেন, চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুর রহিম বাদশা।

এ ছাড়া সভায় বক্তব্য দেন মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা সাঈদুল হক, মাওলানা ক্বারি ইসহাক, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা হাফেজ আবদুল হক, মাওলানা শামশুদিন জিয়া, মাওলানা আবদুল্লাহ আল মারুফ, মাওলানা ক্বারি নুরুল্লাহ, উপদেষ্টার ব্যক্তিগত সহকারী মুহাম্মদ ইকরামুল হক প্রমুখ।

Read Entire Article