নির্মমভাবে ৩৩ বছর বয়সেই প্রাণ হারালেন বার্সেলোনার ফুটবলার

ইকুয়েডরে সহিংসতার মধ্যে গুলিবিদ্ধ হয়ে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন বার্সেলোনা দে গুয়ায়াকিলের ৩৩ বছর বয়সী ডিফেন্ডার মারিও পিনেইদা। এই ঘটনায় আরও একজন নিহত এবং আহত হয়েছেন। তবে তাদের পরিচয় প্রকাশ করেনি দেশটির পুলিশ। ইকুয়েডরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মারিও পিনেইদা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।  এক বিবৃতিতে বার্সেলোনা দে গুয়ায়াকিল ক্লাব পিনেইদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে। পিনেইদা ২০১০ সালে ইন্ডেপেনডিয়েন্তে দেল ভায়ের হয়ে পেশাদার ফুটবল জীবন শুরু করেন এবং ২০১৫ সাল পর্যন্ত সেখানে খেলেন। এরপর ২০১৬ সালে তিনি উপকূলীয় শহর গুয়ায়াকিলের ক্লাব বার্সেলোনা দে গুয়ায়াকিলে যোগ দেন এবং সেখানে দুবার লিগ শিরোপা জয় করেন। ২০২২ সালে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে স্বল্প সময়ের জন্য খেলেছিলেন এই ডিফেন্ডার। ইকুয়েডরের গণমাধ্যম জানিয়েছে, উত্তর গুয়ায়াকিলের সামানেস এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গুয়ায়াকিল রাজধানী কুইটো থেকে প্রায় ২৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এর আগে, গত নভেম্বরে গুয়ায়াকিলে একটি গুলির আঘাতে ইন্ডেপেনডিয়েন্তে দেল ভায়ের ১৬ বছর বয়সী এক তরুণ ফুটবলারের মৃত্যু হয়। তার দুই

নির্মমভাবে ৩৩ বছর বয়সেই প্রাণ হারালেন বার্সেলোনার ফুটবলার

ইকুয়েডরে সহিংসতার মধ্যে গুলিবিদ্ধ হয়ে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন বার্সেলোনা দে গুয়ায়াকিলের ৩৩ বছর বয়সী ডিফেন্ডার মারিও পিনেইদা। এই ঘটনায় আরও একজন নিহত এবং আহত হয়েছেন। তবে তাদের পরিচয় প্রকাশ করেনি দেশটির পুলিশ। ইকুয়েডরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মারিও পিনেইদা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

এক বিবৃতিতে বার্সেলোনা দে গুয়ায়াকিল ক্লাব পিনেইদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে। পিনেইদা ২০১০ সালে ইন্ডেপেনডিয়েন্তে দেল ভায়ের হয়ে পেশাদার ফুটবল জীবন শুরু করেন এবং ২০১৫ সাল পর্যন্ত সেখানে খেলেন। এরপর ২০১৬ সালে তিনি উপকূলীয় শহর গুয়ায়াকিলের ক্লাব বার্সেলোনা দে গুয়ায়াকিলে যোগ দেন এবং সেখানে দুবার লিগ শিরোপা জয় করেন। ২০২২ সালে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে স্বল্প সময়ের জন্য খেলেছিলেন এই ডিফেন্ডার।

ইকুয়েডরের গণমাধ্যম জানিয়েছে, উত্তর গুয়ায়াকিলের সামানেস এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গুয়ায়াকিল রাজধানী কুইটো থেকে প্রায় ২৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

এর আগে, গত নভেম্বরে গুয়ায়াকিলে একটি গুলির আঘাতে ইন্ডেপেনডিয়েন্তে দেল ভায়ের ১৬ বছর বয়সী এক তরুণ ফুটবলারের মৃত্যু হয়। তার দুই মাস আগেই এক্সাপ্রোমো কোস্টার খেলোয়াড় মাইকোল ভ্যালেন্সিয়া ও লিয়ান্দ্রো ইয়েপেজ এবং ২২ দে জুনিওর ক্লাবের জনাথন গনসালেস গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow