নির্মাণ শেষ হওয়ার আগেই বৃষ্টিতে ভেসে গেলো সড়কের ম্যাকাডম

2 months ago 7

বান্দরবানের আলীকদমে কাজ শেষ হওয়ার আগেই বৃষ্টির পানিতে ধুয়ে গেছে সড়কের ম্যাকাডম (কার্পেটিংয়ের নিচের অংশ)। এতে ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে আলীকদমের চিনারী বাজার-ভরিমুখ হয়ে বিশমাইল এলাকায় এক কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। পরে পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (ভিআরআরপি) অধীনে এক কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ২০২৩ সালের ১৩ ডিসেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠান এন আই চৌধুরীকে কার্যাদেশ দেওয়া হয়। কাজটি ২০২৪ সালে সম্পন্ন করার কথা ছিল।

নির্মাণ শেষ হওয়ার আগেই বৃষ্টিতে ভেসে গেলো সড়কের ম্যাকাডম

তবে কার্যদিবসের মেয়াদ উত্তীর্ণ হওয়ার প্রায় ছয় মাস পরও কাজটি সম্পন্ন করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়কটি নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। সম্প্রতি বৃষ্টিতে সড়কটির বেশিরভাগ ম্যাকাডম ধুয়ে গেছে। এতে অনেকটা ড্রেনে পরিণত হয়েছে সড়কটি।

চিনারী এলাকার বাসিন্দা মো. লিটন ও ইয়াসিন জানান, তাদের এলাকায় বসবাসকারী অন্তত ৫০০ পরিবারের চলাচলের সুবিধার্থে দেড় কোটি টাকা ব্যয়ে এক কিলো সড়ক নির্মাণের কাজ শুরু করে এলজিইডি। কিন্তু কাজটি করতে গিয়ে নিম্নমানের ইটের খোয়া, বালুর পরিবর্তে পাহাড় কেটে মাটি দেওয়াসহ নানা অনিয়মে কাজটি সম্পন্ন করার চেষ্টা করেন ঠিকাদার। ফলে দুদিনের বৃষ্টিতেই ভেসে গেছে টেকসই সড়ক নির্মাণের উদ্দেশ্যে করা সাববেইসের ম্যাকাডম স্থরটি।

নির্মাণ শেষ হওয়ার আগেই বৃষ্টিতে ভেসে গেলো সড়কের ম্যাকাডম

বান্দরবান জেলা এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী পারভেজ সরোয়ার হোসেন জানান, এরইমধ্যে কাজটির চুক্তির মেয়াদকাল শেষ হলেও ৭০ শতাংশ অগ্রগতি হওয়ায় ৪৮ লাখ টাকা বিল দেওয়া হয়েছিল। ঠিকাদারি প্রতিষ্ঠান এন আই চৌধুরীর পক্ষে আজম নামের এক ঠিকাদার চলতি বিলের জন্য আবেদন করেন। তবে সড়কটি বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হওয়ার খবরে তার আবেদন বাতিল করা হয়েছে।

সড়ক নির্মাণে অনিয়মের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

নয়ন চক্রবর্তী/এসআর/জিকেএস

Read Entire Article