নির্যাতিত ৭ শতাধিক নেতাকর্মীকে বিএনপির সংবর্ধনা

আওয়ামী সরকারের আমলে হামলা, মামলা জেল ও নির্যাতনের শিকার সাত শতাধিক নেতা কর্মী, সমর্থক ও তাদের পরিবার বর্গদের সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে বান্দরবান জেলা বিএনপি। বৃহস্পতিবার সকালে শহরের হিলভিউ কনভেনশন হলে সম্মাননা প্রদান প্রধান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি'র মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাচিং প্রু জেরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতাকর্মীদের সম্মাননা প্রদান করেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ওসমান গনি, বিএনপি নেতা মুজিবুর রশিদ, আব্দুল মামুদ, মশিউর রহমান মিটন, নাসিরুল আলম, জাহাঙ্গীর আলম প্রমুখ। বান্দরবান জেলার সাত উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ নির্যাতনের শিকার নেতাকর্মী সমর্থকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সম্মাননা অনুষ্ঠানে নেতারা অভিযোগ করেন—স্বৈরাচার সরকার বিরোধী মতকে দমনে মামলা, হামলা, গ্রেপ্তার ও নির্যাতনকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করেছে। নেতা-কর্মীরা গণতন্ত্রের জন্য লড়েছে। সরকার তাঁদের ওপর যেসব মিথ্যা মামলা দিয়েছে তা ছিল ভয় দেখানোর চেষ্টা। আজকের এই সংবর্ধনা তাঁদের সাহস

নির্যাতিত ৭ শতাধিক নেতাকর্মীকে বিএনপির সংবর্ধনা

আওয়ামী সরকারের আমলে হামলা, মামলা জেল ও নির্যাতনের শিকার সাত শতাধিক নেতা কর্মী, সমর্থক ও তাদের পরিবার বর্গদের সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে বান্দরবান জেলা বিএনপি। বৃহস্পতিবার সকালে শহরের হিলভিউ কনভেনশন হলে সম্মাননা প্রদান প্রধান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি'র মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাচিং প্রু জেরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতাকর্মীদের সম্মাননা প্রদান করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ওসমান গনি, বিএনপি নেতা মুজিবুর রশিদ, আব্দুল মামুদ, মশিউর রহমান মিটন, নাসিরুল আলম, জাহাঙ্গীর আলম প্রমুখ। বান্দরবান জেলার সাত উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ নির্যাতনের শিকার নেতাকর্মী সমর্থকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্মাননা অনুষ্ঠানে নেতারা অভিযোগ করেন—স্বৈরাচার সরকার বিরোধী মতকে দমনে মামলা, হামলা, গ্রেপ্তার ও নির্যাতনকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করেছে। নেতা-কর্মীরা গণতন্ত্রের জন্য লড়েছে। সরকার তাঁদের ওপর যেসব মিথ্যা মামলা দিয়েছে তা ছিল ভয় দেখানোর চেষ্টা। আজকের এই সংবর্ধনা তাঁদের সাহস ও অবদানের স্বীকৃতি। এদিকে বিএনপির একাংশের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন তারা আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতনের শিকার হলেও তাদেরকে সংবর্ধনায় ডাকা হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow