নিলামে কেনা ৭২ কোটি টাকার কলা খেয়ে ফেললেন ক্রেতা

2 months ago 30
নিলামে ৭২ কোটি টাকা দিয়ে কেনা কলা খেয়ে ফেলেছেন ক্রেতা জাস্টিন সান। গত সপ্তাহে সদবি এর সমকালীন শিল্প নিলামে তিনি এটি কিনেছিলেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, সান হংকংয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে তিনি কলাটি খাওয়ার পর বলেন, এটি অন্যান্য কলার চেয়ে অনেক ভালো। কলার এই শিল্পকর্মটি ২০১৯ সালের কনসেপ্ট আর্টওয়ার্ক। এর নাম ‘কমেডিয়ান’। এটির স্রষ্টা প্রখ্যাত ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটেলান। শিল্পকর্মটি ডাক্ট টেপ দিয়ে দেয়ালে আটকে রাখা হয়। এর আগেও দুবার এই শিল্পকর্মের প্রদর্শনীতে রাখা কলা খেয়ে ফেলার ঘটনা ঘটেছিল। প্রথমবার ২০১৯ সালে এক আর্টিস্ট কলাটি খেয়ে ফেলেছিলেন। দ্বিতীয়বার ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার এক শিক্ষার্থী কলাটি দেওয়াল থেকে নিয়ে খেয়ে ফেলেন। তবে তারা এর জন্য এক টাকাও দেননি। নিউইয়র্ক টাইমসের এক খবরে বলা হয়, গত ২০ নভেম্বর নিউইয়র্কের ম্যানহাটন থেকে এক বাংলাদেশি বংশোদ্ভূত ফল বিক্রেতার কাছ থেকে মাত্র ৩৫ সেন্টে এই কলা কেনা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর দাম পড়েছে মাত্র ৪২ টাকা। সাধারণের চোখে ‘টেপ দিয়ে দেয়ালে আটকানো পাকা কলা’টি শিল্পকর্ম হিসেবে স্বীকৃতি পেয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন থাকলেও শিল্পপ্রেমীদের কাছে এটি এক অমূল্য। গত বুধবার যুক্তরাষ্ট্রের সদবি নামে একটি নিলামকারী প্রতিষ্ঠানের মাধ্যমে শিল্পকর্মটি ৬ দশমিক ২ মিলিয়ন ডলারে (বাংলাদেশি ৭২ কোটি টাকা) কিনে নেন সান।
Read Entire Article