নিলামে বাংলাদেশের ৫ খেলোয়াড়, আছেন যারা
নেপাল কাবাডি লিগের নিলামে থাকছেন বাংলাদেশের ৫ খেলোয়াড়। তিন রেইডার ও দুই ডিফেন্ডারের নাম এরই মধ্যে পাঠিয়েছে বাংলাদেশ। গত বছর নেপাল লিগে খেলা ছয় খেলোয়াড়ের মধ্যে এবারের তালিকায় একমাত্র মিজানুর রহমান আছেন, বাকি চারজন নতুন। নেপাল কাবাডি লিগের প্রথম আসরে খেলেছিলেন মনিরুল চৌধুরী (পোখারা লেকার্স), ইয়াসিন আরাফাত (ধানগাড়ি ওয়াইল্ড ক্যাটস), মিজানুর রহমান (কাঠমান্ডু ম্যাভেরিক্স), শাহ মোহাম্মদ শাহান (হিমালয়ান রেইডার্স), সবুজ মিয়া (পোখারা লেকার্স) ও রোমান হোসেন (হিমালয়ান রেইডার্স)। উল্লিখিত ছয় খেলোয়াড়ের মধ্যে পাঁচজন এবারের তালিকায় না থাকার কারণ হিসেবে নৈপুণ্যের বিষয়টি উল্লেখ করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘নেপাল থেকে বলা হয়েছিল, বর্তমান সময়ে ছন্দে আছে—এমন খেলোয়াড়দের নাম পাঠাতে। আমাদের সিলেকশন কমিটি সর্বশেষ প্রতিযোগিতার নৈপুণ্যের আলোকে একটি তালিকা তৈরি করেছে। সেই তালিকাই আমরা পাঠিয়েছি।’ এবারের নেপাল কাবাডি লিগ শুরু হওয়ার কথা আগামী মার্চে। এক বছর আগে নেপাল কাবাডি লিগে খেলা ছয় খেলোয়াড়ের মধ্যে পাঁচজনের এবারের তালিকায় নেই। এ প্রসঙ্গে স
নেপাল কাবাডি লিগের নিলামে থাকছেন বাংলাদেশের ৫ খেলোয়াড়। তিন রেইডার ও দুই ডিফেন্ডারের নাম এরই মধ্যে পাঠিয়েছে বাংলাদেশ। গত বছর নেপাল লিগে খেলা ছয় খেলোয়াড়ের মধ্যে এবারের তালিকায় একমাত্র মিজানুর রহমান আছেন, বাকি চারজন নতুন।
নেপাল কাবাডি লিগের প্রথম আসরে খেলেছিলেন মনিরুল চৌধুরী (পোখারা লেকার্স), ইয়াসিন আরাফাত (ধানগাড়ি ওয়াইল্ড ক্যাটস), মিজানুর রহমান (কাঠমান্ডু ম্যাভেরিক্স), শাহ মোহাম্মদ শাহান (হিমালয়ান রেইডার্স), সবুজ মিয়া (পোখারা লেকার্স) ও রোমান হোসেন (হিমালয়ান রেইডার্স)। উল্লিখিত ছয় খেলোয়াড়ের মধ্যে পাঁচজন এবারের তালিকায় না থাকার কারণ হিসেবে নৈপুণ্যের বিষয়টি উল্লেখ করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘নেপাল থেকে বলা হয়েছিল, বর্তমান সময়ে ছন্দে আছে—এমন খেলোয়াড়দের নাম পাঠাতে। আমাদের সিলেকশন কমিটি সর্বশেষ প্রতিযোগিতার নৈপুণ্যের আলোকে একটি তালিকা তৈরি করেছে। সেই তালিকাই আমরা পাঠিয়েছি।’
এবারের নেপাল কাবাডি লিগ শুরু হওয়ার কথা আগামী মার্চে। এক বছর আগে নেপাল কাবাডি লিগে খেলা ছয় খেলোয়াড়ের মধ্যে পাঁচজনের এবারের তালিকায় নেই। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাতীয় দলের অনেক খেলোয়াড়ের নৈপুণ্য পড়তির দিকে। নেতিবাচক প্রভাব স্পষ্ট ছিল সর্বশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপে। নামকরা একাধিক খেলোয়াড়ের পারফরম্যান্স ছিল দুর্বল, যার কারণে তাদের দলকেও মূল্য দিতে হয়েছে। বিপরীতে অনেক তরুণ খেলোয়াড় ছিলেন উজ্জ্বল।
What's Your Reaction?