নিলামের আগে আইপিএলের দলগুলোকে যে বার্তা দিল বিসিবি

1 month ago 34
আইপিএলের আগামী তিন মৌসুমের দিনক্ষণ চূড়ান্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এতে করে এ মৌসুমে নিলামে থাকা ক্রিকেটারদের মধ্যে যারাই দল পাবেন, পরের তিন আসরেই খেলতে হবে তাদের। অন্যথায় দল না পাওয়ারই সম্ভাবনা বেশি থাকবে। আজ থেকে সৌদি আরবের জেদ্দায় হতে যাওয়া মেগা নিলামকে সামনে রেখে টেবিলের বসতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। পাকিস্তান ছাড়া প্রায় সবকয়টি টেস্ট খেলুড়ে দেশের ক্রিকেট বোর্ড থেকেই গ্রিন সিগনাল পেয়েছে তারা। প্রতি বছরই নিলামে অংশ নেয় বাংলাদেশের ক্রিকেটাররা। কিন্তু দল পেলেও অনাপত্তিপত্রের জন্য পুরো মৌসুমে খেলা হয়ে উঠে না তাদের। এতে করে সম্প্রতি সময়ে বাংলাদেশিদের প্রতি আগ্রহও কমে গেছে ফ্র্যাঞ্চাইজি মালিকদের। তবে এবার যারা দল পাবেন, তাদের আগামী ২৫, ২৬ ও ২৭ সাল পর্যন্ত তিন মৌসুমেই খেলার সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর খবরেই এ তথ্য জানা গেছে। আইপিএলের এই আসরের নিলামে সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস ছাড়াও আছেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব। আইপিএল আগামী মৌসুম শুরু হবে ১৪ মার্চ এবং ফাইনাল ২৫ মে। এ আসরে হবে ৭৪ ম্যাচ। পরের দুই আসরও অবশ্য ম্যাচ বাড়াতে লম্বা হবে ২০২৬ সালের আইপিএল শুরু ১৫ মার্চ, ফাইনাল ৩১ মে এবং ২০২৭ আইপিএল শুরু ১৪ মার্চ, ফাইনাল ৩০ মে। ২৬ সালে ম্যাচ হবে ৮৪টি ও ২৭ সালে হবে ৯৪টি।
Read Entire Article